বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৩ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভার্জিনিয়া ও মিশিগানে দুই ফোবানা সম্মেলন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১০ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার


 
লেবার ডে উইকএন্ডে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভার্জিনিয়া ও মিশিগানে অনুষ্ঠিত হলো ফোবানার দুটি সম্মেলন। তিন দিনের এই সম্মেলন নানা অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছিল। প্রতিটি ফোবানায় সুধীজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ভার্জিনিয়া : গত ৩০ আগস্ট শুক্রবার থেকে ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে শুরু হওয়া ফোবানা সম্মেলন শেষ হয়েছে গত ১ সেপ্টেম্বর রবিবার মধ্যরাতে।
 

ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী। ৩৮তম ফোবানা সম্মেলনের আহবায়ক রোকসানা পারভীন ও সদস্য সচিব আবু রুমি, প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু, চেয়ারপারসন এটর্নি মোহাম্মদ আলমগীর। এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ।
ভার্জিনিয়ার ফোবানার আয়োজকরা জানান, উত্তর আমেরিকার প্রায় ৮৬টি সংগঠন এবারের সম্মেলনে অংশ নিতে ভার্জিনিয়ায় উপস্থিত হন।
সম্মেলনের উদ্বোধক  ইকবাল বাহার চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রবাসে এ রকমের সম্মেলন করে শিক্ষার্থীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে উৎসাহ দিতে হবে। তাহলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মত বাংলাদেশিরাও একদিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবে।
 
সম্মেলনের বর্তমান চেয়ারপারসন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর বলেন, ২৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শতশত শিল্পী ও কলা-কুশলীরা ভার্জিনিয়ায় উপস্থিত হয়েছেন। শামীম চৌধুরী ও আবীর আলমগীরের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভার্জিনিয়া স্টেট সিনেটর ড. গাজালা এফ হাশমী, ভার্জিনিয়া স্টেটের একমাত্র বাংলাদেশি সিনেটর সাদ্দাম আজলান সেলিম, আর্লিংটন কাউন্টি বোর্ডের সদস্য সুসান কুনিংহাম, রিজিওনাল ডাইরেক্টর তানিয়া ট্যালেন্টো, ইউএস সিনেটর মার্ক ওয়ার্নার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, স্কটল্যান্ড থেকে আগত অতিথি স্কটিস পার্লালামেন্টের সদস্য ফয়সল চৌধুরী, ফোবানা সম্মেলনের চেয়ারপারসন এটর্নি মোহাম্মদ আলমগীর, এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, আহবায়ক রোকসানা পারভীন ও সদস্য সচিব আবু রুমি, আবু বকর হানিপ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

 

 
মিশিগান : অপর দিকে মিশিগান অঙ্গরাজ্যের বাংলা টাউন খ্যাত ডেট্রয়েটের জেইন ফিল্ডে শেষ হয়েছে তিন দিনের ফোবানা সম্মেলন।
তিনদিনের আয়োজনে ছিল সেমিনার, ওয়ার্কশপ, কাব্য জলসা, আলোচনা সভা, বিজনেস নেটওয়ার্কিং সামিট,সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শো, ট্যালেন্ট শো, ইয়থ ফোরাম, নৃত্য, রাফেল ড্র। দেশী আড্ডা, ছিল বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিষ, রকমারি খাবারের দোকান। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ছিল বিশেষ আয়োজন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন তোশিবা, ইকবাল হিমেল, জায়েদ খান, দিনাত জাহান মুন্নী, অংকন, বিন্দুকণাসহ আরো অনেকে।
ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, ফোবানার প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা, প্রাক্তন চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী, ফোবানার এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি মো. কবির কিরণসহ ফোবানার আরো অনেক কর্মকর্তা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী আগামী ফোবানা  সম্মেলন ২০২৫ কানাডার মন্ট্রিয়ালে হওয়ার ঘোষণা দেন।