রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যারিয়ট হোটেলে হয়ে গেল নিউইয়র্ক ফোবানা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১১ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার


 
এ বছর চারটি ভাগে বিভক্ত ফোবানার চারটি পৃথক সম্মেলন অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের চারটি শহরে। মেরিল্যান্ডের ব্যাপকভিত্তিক সম্মেলন ছাড়াও বাকি তিনটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক, মিশিগান ও ভার্জিনিয়ায়। সবগুলি সম্মেলনই হয়েছে একই সময়ে লেবার ডে উইকএন্ডে, ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর। ফোবানার এ বছরের সম্মেলনটি ছিল সংগঠনের ৩৮ তম।  

 

নিউইয়র্কে ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হয় লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।
সম্মেলনের সদস্য সচিব ফাহাদ সোলায়মানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।
সম্মেলনের আহবায়ক আসেফ বারী টুটুল এই আয়োজনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
গম্মেলনের অনুষ্ঠানসূচিতে ছিল সেমিনার, আলোচনা, কাব্য জলসা, ফ্যাশন শো, রকমারী স্টল ও দেশ এবং প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা।


 
    
সমাপনী দিনে জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী প্রমিথিউসের বিপ্লব, ফিডব্যাকের লুমিন, আঁখি আলমগীর, বাউল শিল্পী লায়লা, কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, ত্রিনিয়া হাসান, রিয়া, আমানত হোসেন আমান প্রমুখ সংগীত পরিবেশন করেন।
সম্মেলনের শেষদিনে বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। ফোবানাকে সাইটেশন প্রদান করেন অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রাহোস। এছাডা বিশিষ্ট জনদের সাইটেশন প্রদান করেন, অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং কুইন্স বরো প্রেসিডন্ট ডনোভান রিচার্ড।
মিয়া মোহাম্মদ দুলাল ও জাহাঙ্গীর আলম জয়ের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির নির্বাহী সেক্রেটারি দেওয়ান এ আজিম জুয়েল, প্রধান উপদেষ্টা ডা. মাসুদুর রহমান, অ্যাটর্নি মিজানুর রহমান, ডা. আব্দুস সবুর, ডা. রহমান মুক্তা, ডা. বর্ণালী হাসান, জাকারিয়া মাসুদ জিকো, লায়ন রকি আলিয়ান, লায়ন জেএফএম রাসেল, দুলাল বেহেদু, মুহাম্মদ মনিরুল ইসলাম, তারেক হাসান খান,অ্যাটর্নি মঈন চৌধুরী, মুহাম্মদ কাদের শিশির, কাজি  তোফায়েল  ইসলাম, তৈমুর জাকারিয়া, কাজি ওয়াহিদ এলিন, আলমগীর খান আলম, নাফিউল ইসলাম পাননা, সোহরাব হোসেইন, মুহাম্মদ মহসীন, মিয়া আলীম পাখি, সৈয়দ গাওসুল আজম, সাইদ রহমান সাইদ, হাবিবুর রহমান সেলিম রেজা, মুনমুন হাসিনা বারী, নুসরাত আহমেদ নীপা, সৈয়দ এ আর ফারুক, শাহিনুর রহমান বিপ্লব, ডা. চৌধুরী সারোয়ার হাসানসহ বিশিষ্টজনেরা।
 আগামী বছর ৩৯তম ফোবানা সম্মেলন নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে বলে সমাপনী অনুষ্ঠানে গিয়াস আহমেদ ঘোষণা দেন।