বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৩ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শরণার্থী নিষেধাজ্ঞার পথে হাঁটছে বাইডেন প্রশাসন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৩ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার


 
সীমান্ত দিয়ে প্রবেশকারী শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউজ প্রশাসন সীমান্তে অভিবাসীদের ঢল থামাতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। গত ৪ জুন প্রেসিডেন্ট বাইডেন এক নির্বাহী আদেশ জারি করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে হাজার হাজার শরণার্থীর প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছিল। শরণার্থী অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের প্রবেশ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবার। বিদেশি  শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঐতিহ্যবাহী আমেরিকার যে দীর্ঘ দিনের ‘প্র্যাকটিস’ চলমান ছিল তা থেকে এবার যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।  আমেরিকার মাটিতে পা রাখার পর আশ্রয়প্রার্থী শরণার্থীদের সুরক্ষা দিয়ে তাদের গ্রহণ করার যে ঐতিহ্য বা রীতি এতদিন চলমান ছিল তা হয়তো আর বেশিদিন থাকবে না। এমনটাই বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন।
গত জুন মাসে সীমান্ত এলাকায় শরণার্থীদের যে ঢল ছিল তা ঠেকাতে জারি করা ‘প্রেসিডেন্টের নির্বাহী আদেশ’-এর ফলে আমুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ওই নির্বাহী আদেশের কারণে জুন মাসে ৮৩ হাজারের বেশি অবৈধ শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। জুলাই মাসে এই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৫৬ হাজার। হোমল্যান্ড সিকিউরিটির এক তথ্য মতে গত আগস্ট মাসে  গ্রেপ্তার হয়েছিল ৫৮ হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশী। উল্লেখ্য, গত এক বছরে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীর ঢলে ২ লাখ ৫০ হাজারের বেশি অবৈধ অভিবাসী সীমান্ত অতিক্রম করেছিল। যা ছিল অনেক বড় উল্লেখযোগ্য ঘটনা।
সীমান্ত দিয়ে আসা শরণার্থীদের জন্য প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে। ব্যয় করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য বিভাগগুলির জন্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রায় ২০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সম্পদ নিয়োগ করা হয়েছে। যেমন (ক) বর্ডার পেট্রোল এজেন্ট এবং সিবিপি অফিসারসহ ১,৫০০ এরও বেশি নতুন মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) কর্মী নিয়োগ; (খ) ৪,৩০০ এরও বেশি নতুন আশ্রয় কর্মকর্তা এবং অতিরিক্ত মার্কিন ইমিগ্রেশন সার্ভিসের কর্মী; (গ) অ্যাসাইলাম মামলার ব্যাকলগ কমাতে এবং মামলাগুলি আরও দ্রুত বিচারে সহায়তা করার জন্য ১০০ টি নতুন অভিবাসন বিচারক দল; (ঘ) শহর ও রাজ্যে নবাগতদের জন্য আশ্রয় পরিষেবা; এবং (ঙ) প্রয়োগ ও নির্বাসনসহ ফাংশনগুলির জন্য ১,২০০ নতুন ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট কর্মী নিয়োগ।
শরণার্থী বা অভিবাসনের পক্ষের দাবিদাররা বলেছেন, এই আদেশ কিছু অভিবাসীকে তাদের আশ্রয়ের  পক্ষে আদালতে শুনানি করতে সক্ষম হতে বাধা দিয়েছে এবং এই প্রচেষ্টা অত্যধিক সীমাবদ্ধ ছিল। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জুনে একটি মামলা দায়ের করে যুক্তি দেখায় যে এই আদেশটি অন্যান্য বিষয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের আশ্রয়কে অবরুদ্ধ করে  রাখা হয়েছে। বর্তমান সরকার সীমান্ত দিয়ে প্রবেশকারীদের ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণ করবে বলে আভাস দেয়া হয়েছে, বিশেষ করে আসন্ন প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনের আগে।