এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের বিতর্ক: ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:৩৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাট কমলা হ্যারিসের সঙ্গে তাঁর মঙ্গলবারের বিতর্কটি ছিল সর্বকালের সেরা বিতর্ক। এ ছাড়া এবিসি নিউজের সঞ্চালকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি।
বিতর্কের পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি আমার সেরা বিতর্ক ছিল, বিশেষ করে ‘এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের’ বিতর্কের লড়াই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কে সঞ্চালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রিপাবলিকান শিবির। ট্রাম্পের প্রচারশিবিরের প্রতিনিধিরা বলছেন, ট্রাম্পকে ঘায়েল করতে কমলা ও সঞ্চালকরা একজোট হয়ে কাজ করেছেন। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এবিসি নিউজের আয়োজনে ৯০ মিনিটের এই বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস।
রিপাবলিকান সিনেটর টম কটনের অভিযোগ, বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালকরা ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মিলে ট্রাম্পের বিপক্ষে ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি ছিল তিনজনের বিরুদ্ধে একজনের’ বিতর্কের লড়াই। তাঁর (কমলার) কোনো কিছু করারই পরিকল্পনা নেই। সাত, আট কিংবা ৯ মাসের মধ্যে গর্ভপাতের বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা উচিত কিনা– সে প্রশ্নে কোনো অবস্থান নিতে তিনি (কমলা) অস্বীকৃতি জানিয়েছেন। এর কারণ, তিনি কট্টর বামপন্থি অবস্থান পোষণ করেন। খবর এনডিটিভির।