শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনওয়াইপিডি’র নতুন প্রধান টম ডনলন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


      

এফবিআই অভিযানের জের :পুলিশ কমিশনার ক্যাবানের পদত্যাগ

নিউইয়র্কের পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান গতকাল বৃহস্পতিবার দুপুরে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। ফেডারেল গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’ এক সপ্তাহ আগে তার বাসায় ভোর রাতে অভিযান চালিয়ে তার মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করে নিয়ে যায়। এরপর থেকেই পুলিশ কমিশনার ক্যাবানকে পদত্যাগ করার জন্য চাপ আসতে থাকে। এফবিআই’র তদন্ত অভিযানই তার বিপর্যয়ের কারণ বলে মনে করা হচ্ছে। নিউইয়র্ক পুলিশ বিভাগে এটি একটি নজিরবিহীন এক ঘটনা বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন। তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠার পর গতকাল তার পদত্যাগের সিদ্ধান্ত তার অ্যাটর্নিরা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস-এর ‘ইনার সার্কল’ হিসেবে পরিচিত তার ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে এফবিআই একযোগে অভিযান চালায় গত ৫ সেপ্টেম্বর ভোর রাতে। পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান এবং এরিক অ্যাডামসের দুই ডেপুটি মেয়র ফিল ব্যাঙ্কস ও শিনা রাইট-এর বাড়িতেও এফবিআই এজেন্টরা প্রায় একই সময়ে হানা দেয়। গত ৫ সেপ্টেম্বরের এই এফবিআই অভিযানের পর থেকে পুলিশের শীর্ষ পর্যায়ে এবং সিটি হলে ব্যাপক আলোড়ন চলতে থাকে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে  মেয়র অফিস এবং এনওয়াইপিডি’র প্রধান কার্যালয়ে অ্যাডওয়ার্ড ক্যাবানের পদত্যাগ নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল। সিটি হলের একজন কর্মকর্তা ‘আজকাল’কে বলেন, সর্বস্তরের কর্মকর্তাদের মধ্যে সকাল থেকে পদত্যাগের খবরটি ছিল মূল আলোচনায়। নতুন করে কে এই গুরুত্বপূর্ণ পদে আসছেন তাও ছিল আলোচনায়।
মেয়র এরিক অ্যাডামস গতকাল বৃহস্পতিবার এফবিআই’র সাবেক এজেন্ট এবং নিউইয়র্কের সাবেক হোমল্যান্ড সিকিউরিটি ডিরেক্টর টম ডনলনকে অন্তর্বর্তীকালীন কমিশনার হিসাবে নিয়োগ চূড়ান্ত করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন। আজ শুক্রবার থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
ক্যাবানের অ্যাটর্নি রাসেল ক্যাপোন এবং রেবেকা ডোনালেস্কি এক বিবৃতিতে বলেছেন,  ‘ক্যাবান চলমান তদন্তে সম্পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবেন’। বড় ধরনের আর্থিক দুর্নীতির বিষয়টি নিয়ে আলোচনা আছে ক্যাবনের দুই ভাই এবং সিটির কিছু কর্মকর্তাদের ঘিরে। তবে কারো বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
ক্যাবান গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আমার সম্পূর্ণ মনোযোগ অবশ্যই এনওয়াইপিডি’র প্রতি। যে বিভাগকে আমি গভীরভাবে সম্মান করি এবং আমার কর্মজীবনকে যার সেবায় উৎসর্গ করেছি। তবে সাম্প্রতিক ঘটনাবলীকে ঘিরে নানা শোরগোল এটিকে অসম্ভব করে তুলেছে এবং আমাদের এই শহরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করেছে। যাদের আমি ভালোবাসি এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। তবে, সাম্প্রতিক ঘটনাবলীর খবর আমাদের বিভাগের জন্য একটি বিভ্রান্তি সৃষ্টি করেছে। এনওয়াইপিডির সাহসী কর্মকর্তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে এবং এনওয়াইপিডি এমন একজনের প্রাপ্য যিনি কেবল নিউইয়র্ক শহরের সুরক্ষা ও সেবায় মনোনিবেশ করতে পারেন। এই কারণেই এই শহর এবং এই বিভাগের ভালোর জন্য আমি পুলিশ কমিশনার পদ থেকে পদত্যাগ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি’।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার বলেন, ‘অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি অ্যাডওয়ার্ড ক্যাবানের পদত্যাগপত্র গ্রহণ করেছি’। ক্যাবান সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাঁর সিদ্ধান্তকে সম্মান করি এবং তাঁর মঙ্গল কামনা করি। কমিশনার ক্যাবান আমাদের এই নগরীকে নিরাপদ করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তিনি পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করার ১৪ মাসের মধ্যে ১৩ মাসে আমরা অপরাধের মাত্রা কমতে দেখেছি।’ অ্যাডওয়ার্ড ক্যাবান নিউইয়র্কে প্রথম হিস্পানিক পুলিশ কমিশনার হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন।