শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৫ ১৪৩১   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে ড. ইউনুসের সংবর্ধনা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


 
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসছেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে আগামী ২৬ সেপ্টেম্বর তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে বিভিন্ন সাইড মিটিং এবং যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ মহলের সঙ্গে কিছু বৈঠকেও তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তবে আলোচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কোন সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না।  
ড. মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে নিউইয়র্কে সরকারী তত্ত্বাবধানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ড. ইউনূস উপস্থিত থাকবেন। এখানে ৫০০ আসন ব্যবস্থা থাকলেও ৬০০ মানুষের জন্য বসার আয়োজন প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান গতকাল বৃহস্পতিবার আজকালকে বলেন, আগামী ২৬  সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় ড. মোহাম্মদ ইউনূস নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বেশির ভাগই হচ্ছেন নিউইয়র্কসহ বিভিন্ন স্টেইটের শিক্ষার্থীরা।
নিউইয়র্কে বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’ আলাদাভাবে ড. মোহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন গতকাল বৃহস্পতিবার আজকাল’কে ফোনে বলেন, ‘আমরা জাতিসংঘ স্থায়ী মিশনে লিখিতভাবে আমাদের আবেদন জানিয়েছি। তারা আমাদের আবেদন ঢাকায় পাঠাবেন এবং পরে যোগাযোগ করবেন বলে আমাদের জানিয়েছেন। তবে সরকারীভাবে একটি অনুষ্ঠানের আয়োজন চলছে বলে আমরা জানতে পেরেছি।’
বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন নিউইয়র্ক-এর নেতৃবৃন্দ এ ব্যাপারে নিউইয়র্ক কনসাল জেনারেল নাজমুল হুদার সঙ্গে এক মতবিনিময়ে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। সংগঠনের চীফ এডভাইজার সৈয়দ এ আল আমিন, মো: ইসলাম, আবানি শরিফ, মো: নওমের হোসেন, ইউসুফ আলী মিয়া, সাবরিনা মাহমুদ, ফজলে রাব্বি নিলয়, এস এম ফয়সাল রাকিবুল হাসান, সৈয়দ আবতাহি এবং মোজাফফর  আহমদ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ছাত্ররা ওই সংবর্ধনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের আগ্রহের কথা কনসাল জেনারেলকে জানিয়েছেন বলে সৈয়দ আল আমিন জানিয়েছেন।