বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৪ ১৪৩১   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্যাথি হোকুল স্কিন ক্যান্সারে আক্রান্ত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


 
 
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল (৬৬) স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গভর্নর সাংবাদিকদের বলেন, কয়েক সপ্তাহ আগে রুটিন চেকআপের সময় তাঁর ডাক্তার নাকের উপর ‘বেসাল সেল কার্সিনোমা’ আবিষ্কার করেন এবং এটিকে নাকের উপর একটি ক্ষুদ্র্র দাগ হিসাবে বর্ণনা করেন। এটি স্কিন ক্যান্সার বলে মনে করা হচ্ছে। চিকিৎসকরা আজ শুক্রবার অপারেশনের মাধ্যমে তা অপসারণ  করবেন বলে জানানো হয়েছে।
‘বেসাল সেল কার্সিনোমা’ স্কিন ক্যান্সারের সবচেয়ে সাধারণ একটি অসুখ। এটি নিরাময়যোগ্য, বিশেষ করে যখন এটি তাড়াতাড়ি ধরা পড়ে। এটি ধীরে-ধীরে বৃদ্ধি পাওয়া ক্যান্সার যা সাধারণত ত্বকের পৃষ্ঠের মধ্যে সীমাবদ্ধ থাকে। ডাক্তাররা প্রায়শই একটি ছোট অপারেশন করে ত্বক থেকে তা সরিয়ে ফেলেন।