শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তাদের শপথ গ্রহণ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


 
 
সিলেটবাসীদের আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের  তিনটি পদে নবনিযুক্ত কর্মকর্তাদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার রাতে নিউইয়র্কের এস্টোরিয়াতে হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 
অনুষ্ঠানের প্রথম পর্বে নতুন নিয়োগপ্রাপ্ত সহ সভাপতি মো. জাবেদ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা সারা উদ্দিন ও সদস্য মোহাম্মদ ফজল খানকে শপথবাক্য পাঠ করান জালালাবাদ  এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান।
পরে জালালাবাদ  এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুকন হাকিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাষ্টী অন্যতম সদস্য বদরুন নাহার খান মিতা, ছনরুন নুর, বাংলাদেশ সোসাইটি সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মহিউদ্দিন, আতাউর রহমান সেলিম, আজিমুর রহমান বোরহান, মহিদুল ইসলাম,সাব্বির হোসেন, সালেহ চৌধুরী, কিনু চৌধুরী,মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, এমাদ আহমেদ চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, আজাদ উদ্দিন, সৈয়দ এনায়েত আলী প্রমুখ।
শপথ অনুষ্ঠানের পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সদস্য মোঃ ফজল খান, মহিলা বিষয়ক সম্পাদক সারা উদ্দিন ও সহ সভাপতি মৌলভীবাজার মোঃ জাবেদ উদ্দিন, সহ সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল, উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েছ আহমদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাহান খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাবেক সহ সভাপতি জোসেফ চৌধুরী।
বোর্ড অফ ট্রাস্টী পক্ষ থেকে বদরুন নাহার খান মিতা বর্তমান মামলার এবং জালালাবাদএসোসিয়েশনের বর্তমান অবস্থা উপস্থিতি সকলের কাছে বিস্তারিত তুলে ধরেন জানান, জালালাবাদ এসোসিয়েশন বর্তমানে তিনটি মামলা একসাথে চালিযে যাচ্ছে, গত ২০ আগস্ট ওয়াশিংটন ইক্যুটি ব্যাংক এর মোশন টু ডিসমিস ফাইল আদালত বাতিল করে দেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম উপস্থিত জালালাবাদবাসীকে উদ্দেশ্য করে বলেন, আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সহযোগিতায় অব্যাহত রাখায় আমরা জালালাবাদ বাসীর আত্মসাৎ কৃত অর্থ উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে!
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজু মোহাম্মদ, মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ, মোহাম্মদ হোসেন আহমদ, সামছুল ইসলাম, ইকবাল মাহমুদ, চৌধুরী মুমিত তানিম,মোঃ এস খান, এস আলম, আহমেদ মোস্তফা, এম এম ইসলাম, মোঃ খান আহমেদ, মোঃ আজিজুর রহমান, মোঃ আব্দুল খায়ের, ফয়ছল খান, কাজী তোফায়েল ইসলাম, লিটন, গোলজার আহমদ, মাহবুব চৌধুরী. মোঃ মিলন প্রমুখ।
অনুষ্ঠানে শেষে সভাপতি বদরুল হোসেন খান বলেন,  বর্তমান কার্যকরী পরিষদের একমাত্র লক্ষ্য সংগঠনের বেহাত হওয়া অর্থ উদ্ধার করা।