ঢাকা মিশনে প্রস্তুত আলী রিয়াজ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
বাংলাদেশে ‘সংবিধান সংস্কার কমিশনের প্রধান’ হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে খুব সহসাই যুক্তরাষ্ট্র থেকে দেশে যাচ্ছেন অধ্যাপক ড. আলী রীয়াজ। ইলিনয় স্টেট ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে তিনি দেশে যাবার প্রস্তুতি নিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র বুধবার ‘আজকাল’কে জানিয়েছে। এদিকে তাঁকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসিবে নিয়োগ দেয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সূত্র জানায়, অধ্যাপক ড. আলী রীয়াজ এই দায়িত্ব পাবার পর কাজে হাত দিতে এখন প্রস্তুতি নিচ্ছেন। সংবিধান সংস্কারে অনেক সময়ের প্রয়োজন হবে। সংবিধান সংস্কার একটি বিশাল কর্মযজ্ঞ। এই কাজের ব্যাপারে তিনি সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।
রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।
অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর থেকে তিনি দেশে যাবার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে ছুটির কথা জানিয়েছেন বলে জানা যায়।