শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৫ ১৪৩১   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দলদাসে মাসোহারা পুরস্কার!

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


 

 
মিডিয়া কর্মিরাই আলোচনার শীর্ষে আসছেন বারবার। ৫১ সাংবাদিকের নামে হত্যা মামলা। সেলিব্রেটি সাংবাদিক(!) হিসেবে পরিচিত শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুরা ভারতে পালাতে গিয়ে জনতার হাতে ধরা । তাদের সর্পদ করা হলো পুলিশের হাতে। আছেন পুলিশের রিমান্ডে। পেশাকে কলংকিত করেছেন এমন খবর প্রতিদিন মিডিয়ায়। সবচেয়ে ভয়াবহ খবর বেরিয়েছে দলদাস সাংবাদিকতার পুরষ্কার হিসেবে লাখ লাখ টাকার মাসোহারার খতিয়ানে। যাদের নামে খবরটি বেরিয়েছে তারা সকলেই পতিত শেখ হাসিনার সরকারের আজ্ঞাবহ ছিলেন। তোষামোদি ও লেজুরবৃত্তির জুড়ি ছিল না গত ১৫টি বছর। নৈতিকতা বিবর্জিত সাংবাদিকতার প্রতিচ্ছবি তারা।
 
আওয়ামী গুজবের কারখানা হিসেবে দেশে পরিচিত ছিল সিআরআই। এ সংস্থা থেকে তৈরী করা গুজব প্রচারের কাজ করে যারা নিয়মিত টাকা পেতেন তাদের তালিকা প্রকাশিত হয়েছে। একটা গবেষণা প্রতিষ্ঠানের নামে সিআরআই কুকর্ম করেছে গত এক দশক! মানুষের চরিত্র হনন করেছে। মিথ্যা অপবাদ দিয়ে হয়রানী করেছে। নানা যন্ত্রণা দিয়ে জীবন তছনছ করেছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে তোষামোদিতে ছিলেন তারা চ্যাম্পিয়ন। সিআরআই প্রতিষ্ঠানের হয়ে গোয়েবলসীয় কায়দায় প্রোপাগান্ডায় শরিক ছিলেন । বিনিময়ে নিয়মিত মাসোহারা পেতেন।  এরা সকলেই শতশত কোটি টাকার মালিক। ঢাকার অভিজাত এলাকায় একাধিক ফ্লাট বাড়ি। গত জুলাই মাসে মাসোহারা পেয়েছেন এমন কয়েকজন দলদাস সাংবাদিকের হিসেবে তুলে ধরা হলো।
এটা জুলাই মাসে তাদেরকে দেয়া টাকার হিসাব! আহমেদ জুবায়ের (সময় টিভি, পলাতক)-২ লাখ.মোজাম্মেল বাবু (একাত্তর টিভি, আটক)-২ লাখ.ফারজানা রুপা (একাত্তর টিভি, আটক)-১ লাখ, শাকিল আহমেদ (একাত্তর টিভি, আটক)-১ লাখ,শ্যামল দত্ত ( ভোরের কাগজ, আটক)- লাখ, প্রভাষ আমিন (এটিএন নিউজ, পলাতক)-২ লাখ,জাহেদুল আহসান পিন্টু (ডিবিসি নিউজ, পলাতক)-২ লাখ,মাসুদ কার্জন (ডিবিসি নিউজ) ৮০ হাজার টাকা।