শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৫ ১৪৩১   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

অডিট আতংকে হোম কেয়ার ব্যবসায়ীরা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


অডিট আতংকে ভুগছেন হোম কেয়ার ব্যবসায়ীরা। ডেপার্টমেন্ট অব হেলথ কেয়ারের অধীনস্থ অফিস অব মেডিকেইড ইন্সপেক্টর জেনারেল (ওএমআইজি) বিভিন্ন হোম কেয়ার অফিসে অডিট শুরু করেছে। স্টেট নির্ধারিত বেতন প্রতি ঘন্টায় ২১.০৯ ডলার এর বেশি বেতন প্রদান করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে তারা। প্রতি সপ্তাহে ৪০ ঘন্টার বেশি কাজ করলে তা ওভারটাইম হিসেবে গন্য হতে হবে। নিয়মিত টাইম শিটে ক্লক ইন ও ক্লক আউট রেকর্ড আছে কিনা তাও দেখছেন অডিট অফিসাররা।  এ সব বিষয়ে অসংগতি থাকলে সংশ্লিষ্ঠ হোম কেয়ারকে জরিমানা করা হচ্ছে।
গত ১ সপ্তাহে কুইন্স, ব্রংকস, ব্রুকলিন ও ম্যানহাটনে অভিযান চালিয়েছে ওএমআইজি। ৭টি হোম কেয়ার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিভিন্ন অপরাধে। নাম প্রকাশ না করার শর্তে একজন হোম কেয়ার ব্যবসায়ী আজকালকে বলেন,ওমিগ আমার অফিস অডিট করেছে। জরিমানাও করেছে।  অনেক হোম কেয়ার প্রতিষ্ঠান অধিক রোগী বাগিয়ে আনার কৌশলে পিএ’দের অধিক বেতন দিয়ে থাকেন। এমন অভিযোগ ডিপার্টমেন্ট অব হেলথের কাছেও রয়েছে।