শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

সাংবাদিকদের সাথে রুহুল-জাহিদ প্যানেলের মতবিনিময়
 

 
 
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বি রুহুল-জাহিদ প্যানেল নিউইয়র্কের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো। জ্যাকসন হাইটসের মুনলাইট রেষ্টুরেন্টে গত শনিবার ১৪ সেপ্টেম্বর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারন সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু, সদস্য পদে প্রার্থী মোহাম্মদ রব মিয়া( বর্তমানে বাংলাদেশ সোইটির সভাপতি) ও তাজু মিয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশেদ হোসেন এবং সহ সাধারন সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম চ্যেধুরী।। আব্দুর রব মিয়া প্রথমেই সাধারন সম্পাদক জাহিদ মিন্টুর জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি বলেন, জাহিদ যুক্তরাষ্ট্রের বেড়ে উঠা একজন উদীয়মান সমাজকর্মি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী নিয়ে নিজের প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত আছেন। বৃহত্তর নোয়াখালি সমিতির সফল সাধারন সম্পাদক ছিলেন। শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতায় জাহিদ আগামীতে বাংলাদেশ সোসাইটিকে সঠিকভাবে নেতুত্ব দিতে পারবে বলে আমার বিশ্বাস রয়েছে। আর রুহুল আমিন সিদ্দ্কিীও সোসাইটিতে একজন পরীক্ষিত নেতা।
জাহিদ মিন্টু সাংবাদিকদের সামনে সোসাইটিকে নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি সাধারন সম্পাদক নির্বাচিত হলে একটি বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠিত করবো। যেখানে কমিউনিটি সেন্টার, স্বাস্থ্য সেবা, ইবাদত ও রিক্রেরিয়েশনের ব্যবস্থা থাকবে। নির্বাচন করছি বলে এ কথা বলছি না। যদি জিততে নাও পারি বিজিতরা এ ব্যাপারো উদ্যোগ নিলে আমি সর্বাগ্রে সহায়তার হাত বাড়াবো। এটি ম্যাজিক নয়।বাস্তব।  আপনাদের কথা দিচ্ছি। আল্লাহ’র রহমতে কমিউিনিটির মানুষের আকাংখার প্রতীক বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা হবে। এ সময় রুহুল আমিন বলেন, আমরা এ লক্ষ্যে একটি বড় পরিসরে যায়গা ও ভবন খোঁজা শুরু করেছি। বাংলাদেশ সেন্টার গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনী মেনুফেস্টো সহসাই প্রকাশ করবো। আমরা প্রবাসী বাংলাদেশি মিডিয়া কর্মিদের সহযোগিতা চাই। রুহুল-জাহিদ প্যানেল নির্বাচিত হলে সবসময় বাংলাদেশিদের সাথে থাকবে।