শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বেহাল দশা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


 
প্রধান উপদেষ্টা  হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে আসছেন আগামী ২৪ সেপ্টেম্বর। কিন্তু বাংলাদেশ দূতাবাসের কোন তৎপরতা নেই। ওয়াশিংটনে চুক্তি ভিত্তিক নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের বিদায়ের পর নতুন কোন রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালিন সরকার নিয়োগ দেয়নি। রাষ্ট্রদূতের পক্ষে কাজ চালিয়ে নিচ্ছেন সালাউদ্দিন মাহমুদ। ওয়াশিংটন দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশে কবে নাগাদ নতুন রাষ্ট্রদূত নিয়োগ পাবেন তা এখনো ঠিক হয়নি। দূতাবাসের ‘ওয়াশিংটন ডট মুফা ডট গভ ডট বিডি’ ওয়েব সাইটটি বন্ধ অবস্থায় আছে। অন্য একটি ওয়েব সাইট চালু আছে। তা অসম্পূর্ন। অন্য একটি ওয়বসাইটে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ বিভিন্ন ছবি শোভা পাচ্ছে।  অবশ্য  ড. ইউনূস প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের কাছে শপথ নিচ্ছেন এমন  একটি মাত্র ছবি রয়েছে। পুরো ওয়েব সাইট শূন্য। ৮ আগস্টের পর আর কোন ছবি ড. ইউনূসের ঠাঁই হয়নি ওই ওয়েব সাইটে। আরেকটি ওয়েব সাইট শেখ হাসিনার ছবি দিয়ে সাজানো রয়েছে। এই বেহাল অবস্থায় পড়েছে দূতাবাসের ওয়েব সাইট।
ড. মোহাম্মদ ইউনূস জেএফকে বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে স্বাগত জানাবেন, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সালাউদ্দিন মাহমুদ, জাতিসংঘে স্থায়ি প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত, ডেপুটি স্থায়ি প্রতিনিধিসহ কর্মকর্তা, নিউইয়র্ক কনসাল জেনারেল নাজমুল হুদা, ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, ফার্স্ট মিনিস্টারসহ সিনিয়র কর্মকর্তারা।