শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ইয়াশ রোহান ইজ টুবি মাই ক্রাশ’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। কাজের চেয়ে বারবার আলোচনায় এসেছেন অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। যদিও তিনি এতদিন বলেছেন, ইয়াশের সঙ্গে কেবলই ভালো বন্ধুত্বের সম্পর্ক তার। সেটা প্রেম নয়। সম্প্রতি এই অভিনেত্রী নিজের কাজ, ব্যস্ততা ও গুঞ্জন নিয়ে কথা বলেছেন


প্রেমের গুঞ্জন সম্পর্কে কী বলবেন?

ইয়াশের সঙ্গে প্রথম দেখার অনুভূতি বলতে গেলে, ইয়াশ রোহান ইজ টুবি মাই ক্রাশ। ২০১৮ সালে তার সিনেমা ‘স্বপ্নজাল’ যখন মুক্তি পেল, তখন তাকে পর্দায় দেখে ভেবেছিলাম কলকাতার কিন্তু পরে দেখি না ছেলেটি বাংলাদেশি, দেখতে সুন্দর ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।

ক্রাশের সাথে কাজের অভিজ্ঞতা কেমন?

যখন আমি জানতে পারলাম তার বিপরীতে আমকে অভিনয় করতে হবে তখন অন্যরকম অনুভূতি হচ্ছিল। বলা যায়, বাটারফ্লাই ইন দ্য ইমাজ। আসলে তার সঙ্গে কাজ করতে গিয়ে কিছুটা লজ্জা অনুভব করছিলাম, তার কারণ সে আমার আমার ক্রাশ। একই সঙ্গে কিছুটা নার্ভাস ছিলাম। ইয়াশ আনেক ভালো অভিনেতা-সেই তুলনায় আমি মাত্রই যাত্রা শুরু করেছি। তবে তিনি খুবই ভালো সহকর্মী। যার জন্য আমি দ্রুত তার সঙ্গে নিজেকে মানিয়ে দিতে পেরেছি।

বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

অপূর্ব ভাইয়ার সাথে দুটি নাটকে কাজ করেছি। একটর নম 'অ্যাবসেন্ট মাইন্ড'। আরেকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। শুটিং শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর থেকে। মাঝে বিরতি দিয়ে গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে শুটিংয়ের মধ্য দিয়ে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে। অপূর্ব ভাইয়া এমন একজন অভিনেতা যার সঙ্গে আমাদের জেনারেশনের শিল্পীদের কাজ করতে পারাটা একটি পাওয়া। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে অভিনয়ে স্কুলিংটা ভালো হয়। এই দুটি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরো আনেক কিছু শিখতে পেরেছি। এটিই অনেক বড় বিষয়।

সিনেমায় কাজ করতে চান?

সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি কিন্তু আমার কাছে সিনেমায় কাজ করা মানে অনেক বড় স্বপ্ন। বড়পর্দার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন আছে। অভিনয়ের দক্ষতা বাড়াতে হয়। সিনেমায় কাজ করতে হলে সব বিষয়েই অভিজ্ঞতা থাকতে হয়। তাহলেই ভালো একটি সিনেমা উপহার দেওয়া যায়। আমি নিজেকে গুছিয়ে আরও পরিপাটি হয়ে সিনেমায় কাজ করতে চাই বলে সময় নিচ্ছি।