সোনার ভরি রেকর্ড ছাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। এবার প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৬১৩ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকায়। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ২৯ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯১ হাজার ৩৮ টাকা করা হয়েছে।
এর আগে গত শনিবার (২১ সেপ্টেম্বর) এক লাফে ভরিতে সোনার দাম বাড়ে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার টাকা ছাড়ায়