লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
- সোমবার থেকে ৯০ হাজারেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে
- ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হিজবুল্লাহর হুমকি দূর করা
- অক্টোবর থেকে হামলা-পাল্টা হামলা হচ্ছে
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে স্মরণকালের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবার দেশটিতে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলের এক শীর্ষ জেনারেলের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বুধবার ঘোষণা করেছেন, ইরান সমর্থিত হিজবুল্লাহর হুমকি দূর করতে সামরিক বাহিনী লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আপনি আমাদের উপরের বিমানের শব্দ শুনতে পাচ্ছেন, আমরা সারাদিন আক্রমণ করছি।
মহড়ায় সেনাদের উদ্দেশে হালেভি বলেন, লেবাননে প্রবেশের জন্য প্রস্তুত হও এবং হিজবুল্লাহর ক্ষতি করা অব্যাহত রাখো।
এদিকে হিজবুল্লাহ আজ তাদের আক্রমণের পরিসর বাড়িয়েছে। তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা উল্লেখ করে এ সামরিক কর্মকর্তা বলেন, আজকের পর এর কঠোর জবাব পাবে।
হালেভি বলেন, আজকে আমরা থামব না, আক্রমণ অব্যাহত রাখব এবং সর্বত্র তাদের ওপর হামলা অব্যাহত রাখব। লক্ষ্য খুব পরিষ্কার, উত্তরের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনা। এটি করার জন্য, আমরা (স্থল) অভিযানের প্রস্তুত নিচ্ছি।
এর আগে বুধবার আইডিএফের নর্দান কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরি গর্ডিন বলেন, স্থল অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দেশের উত্তর সীমান্তে আইডিএফের সপ্তম ব্রিগেডের কমান্ডার ও সৈন্যদের সাথে সাক্ষাতে তিনি বলেছিলেন, আমাদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন করতে হবে। (স্থল) কৌশলে (লেবাননে) প্রবেশের জন্য আমাদের খুব দৃঢ়ভাবে প্রস্তুত থাকতে হবে।
গত সোমবার থেকে লেবাননে ৯০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বুধবার ইসরায়েলি বিমান হামলায় ৫১ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ জনে।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। বুধবার তারা লেবাননের ভূখণ্ডের গভীরে নাবাতিয়েহ এবং বেকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এদিন বিকাল পর্যন্ত ইসরায়েলি বিমান সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের ৬০টি স্থাপনা ছিল। পাল্টা জবাবে হিজবুল্লাহর রকেট সরাসরি উত্তরাঞ্চলে আঘাত হানলে তিন ইসরায়েলি আহত হন।
গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই হামলা-পাল্টা হামলা হচ্ছে। এ সময়ে ইসরায়েল লেবানন সীমান্তবর্তী উত্তরাঞ্চল থেকে ৬০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিয়েছে। এ নিয়ে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করছে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে। অপরদিকে ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হিজবুল্লাহর হুমকি দূর করা।