লেবাননে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ নেতানিয়াহুর
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
মিত্রদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। কিন্তু তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরিবর্তে তিনি সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতির খবর সত্য নয়।’ নেতানিয়াহুর দফতর বলেছে যে তিনি এই প্রস্তাবের কোনো জবাবও দেননি। ইসরাইলি বাহিনীগুলোকে দেয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল বুধবার একদিনেই নিহত হয়েছেন ৭২ জন। আহত হন প্রায় ৪০০ জন।
সূত্র : আল জাজিরা