বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্রিনকার্ড নবায়নের মেয়াদ বাড়লো ৩ বছর

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


ইউএস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) স্থায়ী বাসিন্দাদের জন্য গ্রিনকার্ড নবায়নের মেয়াদ ২৪ মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে ৩৬ মাস করা হয়েছে। এ পরিবর্তন ১০ সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে। যারা ফরম আই-৯০ আবেদনপত্রটি সঠিকভাবে জমা দিয়ে গ্রিনকার্ড নবায়নের আবেদন করছেন, তারা এ বর্ধিত মেয়াদের সুবিধা পাবেন। আগে ফরম আই-৯০ জমা দেওয়ার জন্য প্রাপ্ত রিসিপ্ট নোটিশগুলো গ্রিনকার্ডের মেয়াদ ২৪ মাস বাড়ানোর নিশ্চয়তা দিতো। কিন্তু এখন নতুন ফরম আই-৯০ জমা দেওয়ার জন্য রিসিট নোটিশগুলোতে গ্রিনকার্ডের মেয়াদ ৩৬ মাস বাড়ানোর নির্দেশনা থাকবে।
গত ১০ সেপ্টেম্বর থেকে ইউএসসিআইএস তাদের রিসিপ্ট নোটিশগুলোর ভাষা আপডেট করেছে যাতে ফরম আই-৯০ নবায়নের আবেদনকারীদের জন্য গ্রিনকার্ডের মেয়াদ বৃদ্ধির বিষয়ে নিশ্চিত করা যায়। এই রিসিপ্ট নোটিশগুলো, মেয়াদোত্তীর্ণ গ্রিনকার্ডের সঙ্গে প্রদর্শন করে, স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থানের এবং কর্মসংস্থান অনুমোদনের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।
এ বর্ধিত মেয়াদ দীর্ঘতর প্রক্রিয়াকরণ সময়ের সম্মুখীন হওয়া আবেদনকারীদের সাহায্য করবে। কারণ তারা নতুন গ্রিনকার্ড পাওয়ার অপেক্ষায় থাকাকালীন স্থায়ী বাসিন্দা হিসেবে তাদের অবস্থানের প্রমাণ পাবেন।
যদি আপনার গ্রিনকার্ডটি আর না থাকে এবং আপনি আপনার নবায়িত গ্রিনকার্ড পাওয়ার অপেক্ষায় থাকাকালীন আপনার স্থায়ী বাসিন্দা অবস্থানের প্রমাণের প্রয়োজন হয়, তাহলে আপনি ইউএসসিআইএস কন্টাক্ট সেন্টারের মাধ্যমে ইউএসসিআইএস ফিল্ড অফিসে একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারেন।