রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১৩ ১৪৩১   ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

মিউজিক্যাল গ্যালাক্সি নাইটে দর্শক মাতালেন কুমার বিশ্বজিৎ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার


 
চার দশকের সংগীত ক্যারিয়ারের সেরা সব গান দিয়ে নিউইয়র্কের বাংলাদেশী দর্শকদের মন মাতালেন কিংবদন্তী সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গত ২২ সেপ্টেম্বর রোববার লং আইল্যান্ডের রকভিল সেন্টারের ম্যাডিসন থিয়েটারে অনুষ্ঠিত ‘মিউজিক্যাল গ্যালাক্সি নাইট’-এ প্রধান আকর্ষণ ছিল কুমার বিশ্বজিতের সোনালি দিনের গান। পাশাপাশি হাল আমলের গান দিয়ে দর্শকদের বাড়তি আনন্দ দেন দুষ্টু কোকিল খ্যাত দিলশাদ নাহার কনা ও নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ।
গ্যালাক্সি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট আয়োজিত গোল্ডেন এজ প্রেজেন্টস ‘মিউজিক্যাল গ্যালাক্সি নাইট’-এ পাওয়ার্ডবাই স্পন্সর ছিল রিভারটেল, গ্র্যান্ড স্পন্সর রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মলয় ইউনিভিার্সিটির বোর্ড অব ট্রাস্টি, লংআইল্যান্ড জুইস হসপিটালের ডোনার এবং পিন টেল কফির সিইও জাকি হোসাইন। অতিথি হিসাবে উপাস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক শাহ্ নেওয়াজ, আজকালের ম্যানেজিং এডিটর রানো নেওয়াজ, উৎসব গ্রুপের প্রেসিডেন্ট রায়হান জামান, টিবিএন২৪ এর সিইও আহমদুল বারভুইয়া (পুলক) আইবিটিবি ইউএসএ’র সিইও জাকারিয়া মাসুদ খলিল বিরিয়ানির সিউও খলিলুর রহমান প্রমুখ।
১৯৮২ সালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি দিয়েই সঙ্গীতশিল্পী হিসেবে তারকাখ্যাতি ছড়িয়ে পড়ে। বাংলা সঙ্গীত ভূবনের এ উজ্জ্বল নক্ষত্রের ক্যারিয়ারে চার দশক পূর্তি উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  তাইতো বিকাল থেকেই নিউইয়র্ক ও এর আশপাশের রাজ্য থেকে উপাস্থিত হতে থাকেন সংগীত পিপাসু প্রবাসীরা। শিল্পীও তার ক্যারিয়ারের দর্শকপ্রিয় গান দিয়ে প্রবাসীদের ছুটির দিনের সন্ধ্যাকে করে তোলেন রঙ্গিন ও আনন্দময়। টিনএজার থেকে শুরু করে বয়োবৃদ্ধ, গানে গানে ভরে উঠে সবার প্রাণ।
সন্ধা পেরিয়ে খানিক বাদে স্টেজে উঠেন বিশ্বজিৎ। তাকে পেয়ে আনন্দে মাতোয়ারা হন দর্শকরা। তার  কন্ঠে একে একে সুর উঠে- তোরে পুতুলের মতো করে সাজিয়েৃ যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার......  ও ডাক্তার... আমি নির্বাসনে যাব নাৃ. চন্দনা গোৃ.. তুমি রোজ বিকালে আমার বাগানে ৃ..  একতারা বাজাইও না, দোতারা জাজাইওনাৃ..
একেকটি গান শেষ হয় আর আর দর্শদের সে কি উচ্ছাস! একই সঙ্গে ওয়ান মোর, ওয়ান মোর, রব উঠে। তুমুল করতালির মাধ্যেমে নিজেদের আনন্দ ও উচ্ছাস জানান দেন তারা। কখনো বা শিল্পীর সঙ্গে সুর মিলয়ে কোরাস গেয়ে উঠেন। আবার প্রতিটি গানের ফাঁকে নিজের ক্যারিয়ারের চার দশকের নানা অভিজ্ঞতা তুলে ধরেন দর্শকদের কাছে।
এর আগে সন্ধ্যায় গান পরিবেশন করেন নিউয়র্কের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ। পাশাপাশি  আমলের দুষ্টু মিলি গান দিয়ে দর্শক মাতান দুষ্টু কোকিল খ্যাত দিলশাদ নাহার কনা।
অনুষ্ঠানের স্পনর মাছওয়ালা, রিয়েলটর মোহাম্মদ কবির, উৎসব গ্রুপ, খলিল বিরিয়ানি হাউজ, ফুমা ইনোভেশান, এলেক্সো লাইফস্টাইল, রিয়েলটর মোহাম্মদ করিম, ফ্লিক্সা গ্লোবাল। প্রিন্টিং পার্টনার আইহোপ ডিজাইন অ্যান্ড প্রিন্টিং। মিডিয়া পার্টনার সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক ঠিকানা, আইবি টিভি ও টিবিএন২৪।