রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১৩ ১৪৩১   ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

সেলিম-আলী পরিষদের ব্রঙ্কস অফিস উদ্বোধন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার

বাংলাদেশ সোসাইটির নির্বাচন

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের প্রতিন্ধদ্বীতা কারী প্যানেল ‘সেলিম-আলী পরিষদ’ ব্রঙ্কসে তাদের নতুন নির্বাচন পরিচালনা কার্যালয় চালু করেছে। গত ২৩ সেপ্টেম্বর, সোমবার ব্রঙ্কসের স্থানীয় ‘অপটিমাম টিউটেরিয়াল” ওলমস্টেড এভিনিউ, বাংলাবাজার, ব্রঙ্কস-এ কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্ববায়ক মাহবুব আলম, সঞ্চালনায় ছিলেন ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামীম আহমেদ।
কোরআন তেলওয়াদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু করা হয় অনুষ্ঠানের শুরু হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটি ইনকের সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী জামিল আনসারী। অনুষ্ঠানে আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে সেলিম -আলি পরিষদের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি পদপ্রার্থী কামরুজ্জামন কামরুল, সাধারন সম্পাদক পদপ্রার্থী মোহামদ আলী, কার্য্যকরী সদস্য পদপ্রার্থী মনসুর আহমেদসহ পরিষদের প্রার্থীরা উপস্থিত সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সবার ভোট চান। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করতে সদস্যদের সহযোগিতা ও দোয়া চান। একই সঙ্গে নির্বাচিত হলে কমিউনিটির কল্যাণে নতুন নতুন পদক্ষেপ নেয়ার কথা বলেন।
উদ্ভোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট প্রবীন মুরব্বী আব্দুল রব দলা মিয়া, মূলধারার রাজনৈতিক ব্যক্তিত - আমেরিকা বাংলাদেশ ওয়েল ফেয়ার অর্গানাজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শহীদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মোছব্বির, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, সহ-সভাপতি আব্দুস ছালাম, বিবিএ-এর সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক এ ইসলাম মামুন, মুলধারার রাজনীতিবিদ কমিউনিটি বের্ড-৯ এর চেয়ারম্যান মোহামদ এন.মজুমদার, কমিউনিটি বোর্ড ৭ এর সদস্য মন্জুর চৌধুরী জগলুল, বাকা সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী, সাধারন সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, কোষাধ্যক্ষ মোহামদ রনি, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিলাল ইসলাম, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সহ- সভাপতি মো. মকন মিয়া, মৌলভীবাজর ডিস্টিক সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল, বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক সহ- সাধারন সম্পাদক সিরাজুল উদ্দিন আহমেদ সোহাগ, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক মোতাহার রুবেল, পার্কচেস্টার মসজিদের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান নাজিম, বিশিষ্ট ব্যবসায়ী বকতিয়ার রহমান খোকন।
এছাড়া বাংলাদেশ সোসাইটি ইনকের সাহিত্য সম্পাদক ফয়সল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মোহাম্মদ আলতাফ, বিশিষ্ট সংগঠক দিপংকর দেব, রেজাউল হক রুহেল, গোলাম মুহিত, সদর উদ্দিন, গোলজার হোসেন, বিশিস্ট কমিউনিটি এক্টিভিস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ মুহিত, আজম চৌধুরী, ইকবাল হোসেন। সিলেটের বৃহওর সংগঠন জালালাবাদ এ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক এক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম, কমিউনিটি এ্যাক্টিভিস্ট সেলিম রেজা, ফরহাদুল ইসলাম লিটু, নাফিস চৌধুরী, রায়হান জামান, শাহ রাজু, কুমিল্লা সোসাইটি ইনকের সভাপতি মিয়া মোহামদ দাউদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, নির্বাচন পরিচালনা কমিটি উপদেষ্ঠা জামাল উদ্দিন, হুমায়ুন চৌধুরী, ইহতেশামুল হক রোকনী প্রমুখ উপস্থিত ছিলেন।