ডিভি ২০২৬ লটারি শুরু
বাংলাদেশীদের সুযোগ নেই
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৭ এএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার
ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি নামে পরিচিত ইউএস গ্রিন কার্ড লটারির ২০২৬ অর্থবছরের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে যুক্তারাষ্ট্র সরকার। ২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের রেজিস্ট্রেশন চলবে এক মাস যা ৫ নভেম্বর দুপুর ১২টায় শেষ হবে। তবে বরাবরের মতেই এ লটারির সুবিধা ভোগীর তালিকায় নেই বাংলাদেশ।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত এই লটারি প্রোগ্রামটিতে মূলত যেসব দেশের অভিবাসী যুক্তরাষ্ট্রে কম তাদেরই সুযোগ দেয়া হয়। বিশেষ করে যেসব দেশের অভিবাসী গ্রীন কার্ডধারীর সংখ্যা যুক্তরাষ্ট্রে ৫০,০০০ এর কম তারাই ডিভির মাধ্যমে বৈধ ভাবে আমেরিকায় বসবাসের সুযোগ পায়। এবারও লটারির মাধ্যমে ৫৫ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পাবে।
জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশ থেকে ডিভি লটারিতে অভিবাসী আসার সুযোগ দেয়া হয়। এরপর তা বন্ধ হয়ে যায়। এর কারণ, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিভি ভিসার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি বাংলাদেশি প্রবেশ করে। তারপরও প্রতিবছর ডিভি লটারির নামে বাংলাদেশে প্রতারণার ফাঁদ খুলে বসে দুস্কৃতিকারীরা।
স্টেট ডিপারর্টমেন্ট জানিয়েছে, গত ৫ বছরে ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ায় বেশ কিছু দেশকে ২০২৬ সালের ডিভির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এ তালিকায় রয়েছে- বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, গণপ্রজাতন্ত্রী চীন, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা এবং ভিয়েতনাম। তবে ম্যাকাও এবং তাইওয়ানের আদিবাসীরা লটারির যোগ্য।
লটারিতে অংশগ্রহণের জন্য অবশ্যই যোগ্য দেশের নাগরিক হতে হবে। অবশ্যই কমপক্ষে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা থাকতে হবে বা কোন একটি পেশায় দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একজন শুধুমাত্র একটি আবেদন করতে পারবে যা নির্ভুল হতে হবে। যারা ভুল বা একাধিক আবেদন জমা দেবেন তাদের অযোগ্য ঘোষণা করা হবে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, সম্পূর্ণ বিনামূল্যে এবং শুধুমাত্র অনলাইনে ফাঢ়ৎড়মৎধস.ংঃধঃব.মড়া-এ রেজিস্ট্রেশন করা যাবে। একই সঙ্গে কোন এজেন্সি বা কনসালটেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন না করে ডিভি লটারি প্রত্যাশিকে নিজে নিজে রেজিস্ট্রেশন করার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।