রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২০ ১৪৩১   ০২ রবিউস সানি ১৪৪৬

ভারত ছাড়ছেন হাসিনা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫১ এএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার


 
বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতা থেকে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট  ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারপর থেকে টানা ২ মাস পূর্ণ হতে চলছে ভারতে তার অবস্থান। ভারতে এবং প্রভাবশালী বিভিন্ন রাষ্ট্রে উচ্চ মহলে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছে। সর্বশেষ খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে, কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? জবাবে ভারত সরকার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই তিনি ভারত ছেড়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবেন। হাসিনার ভারত ছাড়ার বিষয়টি ঢাকার সরকারি মহলেও আলোচনায় রয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র হাসিনার ভারত ত্যাগের বিষয়টির তথ্য নিশ্চিত করেছে।
গত ৫ই আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি ভারতের কোথায় আছেন তা আর প্রকাশ করেনি ভারত সরকার। এদিকে  শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও (লাল পাসপোর্ট) বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালিন সরকার। লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। এ মুহূর্তে বাংলাদেশের কোন পাসপোর্টও তার নেই।