অ্যাডামসের বিরুদ্ধে আরও অভিযোগ আসছে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৩ এএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস-এর বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে অধিকতর তদন্ত চলছে। মেয়র বুধবার আদালতে হাজির হবার পর ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, তারা বেশ কয়েকটি বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন যা নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ‘অতিরিক্ত দুর্নীতির অভিযোগ এবং তার সহযোগিরা এ তালিকায় আসতে পারেন।’ গত শুক্রবার এরিক অ্যাডামস প্রথমবার আদালতে হাজির হয়ে ঘুষ এবং দুর্নীতির অভিযোগ সম্পর্কে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে এপি’র এক রিপোর্টে বলা হয়েছে, প্রসিকিউটররা নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনতে পারেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলায় অন্যদেরও অভিযুক্ত করতে পারেন। প্রসিকিউটররা জানান, ‘গত সপ্তাহে তিনি অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছিলেন। তিনি প্রায় ১০০,০০০ ডলার মূল্যের বিনামূল্যে বা বিশেষ সুবিধায় আন্তর্জাতিক ফ্লাইট, হোটেলে থাকা এবং খাওয়ার খরচ গ্রহণ করেছিলেন। বিদেশী উৎস থেকে নির্বাচন প্রচারাভিযানের অবৈধ অর্থও পেয়েছিলেন।’
মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগগুলির মধ্যে প্রায় এক দশক আগের বিষয়ও ছিল। তখন এরিক অ্যাডামস ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট ছিলেন। অ্যাডামসের আইনজীবী অ্যালেক্স স্পিরো নির্বাচনের সময়সীমা শেষ হওয়ার পরে শুনানি করতে অনুরোধ জানান।
প্রসিকিউটররা বলছেন, অ্যাডামসের বিদেশ ভ্রমণ সুবিধাগুলির মাধ্যমে নিউইয়র্কের একজন প্রবীণ তুর্কি কূটনৈতিক এবং তুরষ্কের ব্যবসায়ীরা অ্যাডামসের সাথে গভীর সম্পর্ক গড়তে চেয়েছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছে, অ্যাডামস একজন ডেমোক্র্যাট তার রাজনৈতিক প্রচারণার জন্য বিদেশী উৎস থেকে অর্থ গ্রহণের ষড়যন্ত্র করেছিলেন। যাদেরকে রাজনৈতিক প্রার্থীদের অর্থ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।