মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৭ এএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার
পাল্টা হামলা নিয়ে ইরানের হুঁশিয়ারি
ইসরাইলে ইরানের ব্যাপক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ জানিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরাইল লেবাননে পেজার বিস্ফোরণ থেকে শুরু করে বিমান হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের পাল্টা হামলা এখন সময়ের ব্যাপার মাত্র বলে ইসরাইলের সংশ্লিষ্টরা হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরাইলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জরুরি ভিত্তিতে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, ইসরাইলকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। এই অভিযোগ তুলে ইরানের নিন্দা এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। তবে ইরানের দাবি, গাজা উপত্যকায় ও লেবাননে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের গুপ্তহত্যার জবাবে তারা ইসরাইলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরাইল পাল্টা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। কিন্তু তেল আবিব যদি পাল্টা হামলা চালায় তাহলে তার জবাব আরও কড়াভাবে দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সকালে এক্সের এক পোস্টে এ কথা জানান। তিনি বলেছেন, ইসরাইলি সরকার আরও প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ শেষ। তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং ভয়াবহ হবে।
এ খবর দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এর বিপরীতে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। অবশ্য ইসরাইলের কড়া বার্তার পর ইরানও ইসরাইলকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইসরাইল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেয়ায় মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। মূলত এই অবস্থা এড়াতে আপাতত ইসরাইলে আর কোনো হামলা না করার কথা জানিয়েছে তেহরান। এদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এখনও হিজবুল্লাহ-ইসরাইলের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন,‘ইরান হামলা চালিয়ে একটি বড় ভুল করেছে- এর জন্য তারা মাশুল দেবে’। জবাবে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর জয়েন্ট চিফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরাইল পাল্টা হামলা চালায় তাহলে তাদের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান। উল্লেখ্য, হিজবুল্লাহ, হামাসের প্রধান ও ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ স্বরুপ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরপর দুদেশের উত্তপ্ত বাক্য বিনিময়ে সেখানে পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত বহন করছে বলে ধারণা বিশ্লেষকদের।