রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২০ ১৪৩১   ০২ রবিউস সানি ১৪৪৬

সীমান্তে অভিবাসী গ্রেপ্তারে রেকর্ড

হাসান মাহমুদ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০২ এএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার


 
 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের চেয়ে উত্তর সীমান্ত  দিয়ে অবৈধ ক্রসিংয়ের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। উত্তর নিউইয়র্কসহ মার্কিন-কানাডা বর্ডার অতিক্রম করতে গিয়ে ধরা পড়া অভিবাসীদের সংখ্যা বাইডেন প্রশাসনের সময়ে ৫০ গুণেরও বেশি বেড়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন। চলতি বছরের অবৈধ ক্রসিং গত ১৭ বছরের সম্মিলিত সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সোয়ান্টন সেক্টরের বর্ডার প্যাট্রোল এজেন্টরা ২০২৪ সালে ৯৭ টি বিভিন্ন দেশ থেকে আসা ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।
সমগ্র উত্তর সীমান্ত জুড়ে সাম্প্রতিক বছরগুলিতে বর্ডার ক্রসিং ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে প্রায় ১৯০,০০০ অবৈধ অভিবাসী কানাডা থেকে বর্ডার ক্রসিং করার সময় ধরা পড়ে। এটি ২০২১ সালের তুলনায় ছয় গুণ বেশি অবৈধ অভিবাসির সংখ্যা। ২০২৪ সালের এমন গ্রেপ্তারের সংখ্যা ২০২৩ সালের কাছাকাছি দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোয়ান্টন সেক্টরের বর্ডার প্যাট্রোল এজেন্ট যার মধ্যে নিউইয়র্কের মেইন এবং সেন্ট লরেন্স নদীর মধ্যে ২০০ মাইলেরও বেশি স্থল সীমানা রয়েছে। ২০২৪ সালে ৯৭ টি  দেশ থেকে আসা ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এই সেক্টরের বর্ডার প্যাট্রোল প্রধান রবার্ট গার্সিয়া এ কথা বলেছেন। উত্তর সীমান্তের সোয়ান্টন সেক্টরে বর্ডার প্যাট্রোল এজেন্টরা নিউইয়র্কের চ্যাম্পলেনের কাছে ১৯ জন প্রাপ্তবয়স্কের একটি দলকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ সীমান্তের তুলনায় কানাডা থেকে ক্রসিংয়ের সংখ্যা  এক সময় কম ছিল। যেখানে শুধুমাত্র গত  সেপ্টেম্বরে ৫৪,০০০ অবৈধ সীমান্ত ক্রসিং রেকর্ড করা হয়েছে। তবে তা  আবার অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে এই সেক্টরে মাত্র ৩৬৫ জন অবৈধ ক্রসার ধরা পড়েছিল। ২০২২ সালে এই সংখ্যা ১,০০০-এরও বেশি এবং তারপর গত বছরে প্রায় ৭ হাজার-এ পৌঁছে।
দক্ষিণ সীমান্ত অতিক্রম করার সময় উত্তর সীমান্তে সাম্প্রতিক উত্থানের একটি কারণ দেখা গেছে। সেখানে ৫,৫০০ মাইল দীর্ঘ সিমান্ত বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার  তেমন কোন প্রভাব দেখা যায়নি। এখানে ট্রাম্প প্রশাসনের নীতির অনেকটা অনুরূপ অবৈধ সীমান্ত অতিক্রমকারীদের বছরের পর বছর ধরে প্রবেশ করতে বাধা দেয়া হয়।
প্রতিদিন গড়ে ১,৫০০ এর নিচে অবৈধ ক্রসিং না হওয়া পর্যন্ত আশ্রয় প্রার্থীদের নিষিদ্ধ করার নীতি দক্ষিণ সীমান্তে কার্যকর রয়েছে। যারা অবৈধভাবে সিমান্ত অতিক্রম করছে তাদেরকে আইনে মোকাবিলা করতে হচ্ছে।