মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্কে ২০ ও ২১ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৪ এএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার

রিজার্ভ ও প্রবৃদ্ধির জন্য রেমিট্যান্স স্লোগানকে উপজীব্য করে আগামী ২০ ও ২১ অক্টোবর নিউ ইয়র্কের জ্যামাইকা ফারফর্মিং আর্টস সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপি রেমিটেন্স ফেয়ার। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ অনুষ্ঠানের এবারের ম্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার। মেলার আয়োজক যথাক্রমে বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনিস লিংক।
বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাসীদের আসা রেমিট্যান্স। এ বৈদেশিক আয়কে বাড়ানো যায়, কীভাবে ব্যাংক বা বৈধ মাধ্যমে এনে অর্থনীতিকে আরো গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই এ রেমিটেন্স ফেয়ার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাগণ।
এ আয়োজনে গত বছর ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, সানমান মানি এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, ট্যাপটপ সহ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩০টির অধীক আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে রেমিট্যিান্স নিয়ে সেমিনার-সিম্ফোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশী আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে। এছঅড়া পুরস্কুত করা হবে, বাংলাদেশের শীর্ষ ৩ রেমিট্যান্স রিসিভার ব্যাংক এবং  শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ /রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে। বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪ অনুষ্ঠিত হবে ২০ এবং ২১ অক্টোবর সময়ঃ বিকাল ৪:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত। এ আয়োজনে আরো থাকছে ২০ তারিখ রাতে জনপ্রিয় সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জী ও শাহ মাহবুবের পরিবেশনা।