বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৩ এএম, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ  সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনী গুলি চালিয়ে ৬টি বোটসহ ধরে নিয়ে যাওয়া অর্ধশতাধিক জেলেদের মধ্যে নিহত একজনসহ দুই দফায় ফিশিং বোটসহ সবাইকে ফেরত আনা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরী জানান, ১০ অক্টোবর উর্ধ্বতন মহলের সাথে আলোচনা স্বাপেক্ষে দুপুর ১২টারদিকে মিয়ানমার নৌবাহিনী ১টি ফিশিং বোট নিয়ে মৃত জেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনার পাড়া এলাকার বাঁচা মিয়ার পুত্র ওসমান গণি ও আহত আরো ২জনসহ মোট ১১জনকে কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে।

পরে দুপুরের দিকে তাদের শাহপরীর দ্বীপ জেটিঘাটে আনলে হৃদয়বিদারক ঘটনার সুত্রপাত হয়। এরপর সন্ধ্যার দিকে যোগাযোগ করে অবশিষ্ট ফিশিং বোট ও জেলেদের ফেরত আনা হয়েছে। ভিকটিমের পরিবার ও স্থানীয়দের সুত্রধরে উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, গত ৯ অক্টোবর দুপুর আড়াই টারদিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে বাংলাদেশের মাছ ধরার নৌকায় মিয়ানমার নৌবাহিনী গুলি চালিয়ে আতংক সৃষ্টি করে। এরপর ৬টি বোট এবং ৫০-৬০ জন জেলেসহ আটক করে। তাদের মধ্যে ১ম দফায় ১টি ফিশিং বোট নিয়ে নিহত-১, আহত-২জনসহ ১১জনকে ফেরত দেয়। রাতে অবশিষ্ট ফিশিং বোট ও অন্যদের ফেরত পাঠায় বলে সেন্টমার্টিনের স্থানীয় মালিক সুত্র নিশ্চিত করেছেন।