বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৫ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার

ইতিমধ্যে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একে অপরের তীব্র সমালোচনা করছেন। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিস তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ফের সমালোচনা করেন।

‘অভ্যন্তরীণ নিরাপত্তা’ নিশ্চিতে সামরিক বাহিনী মোতায়েনের পরামর্শসহ ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে হ্যারিস ‘আমেরিকার গণতন্ত্রের’ জন্য গুরুতর হুমকি বলে দাবি করেছেন।

সোমবার (১৪ অক্টোবর) পেনসিলভেনিয়ার শহর এরি ইন্স্যুরেন্স অ্যারেনায় সমবেত জনতার উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে।’

এর আগে শনিবার ক্যালিফোর্নিয়ার কোচেল্লায় এক বক্তৃতায় ট্রাম্প ডেমোক্র্যাটিক বিরোধীদের ‘ভেতরের শত্রু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তারা দেশের বিদেশি শত্রুদের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি এবং মার্কিন সিনেটের প্রার্থী ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান অ্যাডাম শিফকে লক্ষ্য করে এসব কথা বলেন।

পরদিন ফক্স নিউজে এক সাক্ষাত্কারে নির্বাচনের দিন ‘বিশৃঙ্খলার’ পরিকল্পনা হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তাদের বিরুদ্ধে সেনা মোতায়েন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে পেনসিলভেনিয়ার সমাবেশে কিছু ভিডিও ক্লিপ দেখান কমলা। যার মধ্যে একটিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ‘এই লোকগুলো রাশিয়ার চেয়ে বেশি বিপজ্জনক, ভেতর থেকে শত্রু।’

এসময় পেনসিলভেনিয়ার এরিতে জনতার উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ক্রমেই অস্থির হয়ে উঠছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল ঝুঁকি ও বিপজ্জনক হবে।’

‘ট্রাম্প বিপদ ডেকে এনেছেন কারণ তিনি বিশ্বাস করেন যারা তার সঙ্গে একমত হবেন না তারাই শত্রু,’ বলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী।

সোমবার রাতের সমাবেশটি হ্যারিসের পশ্চিম পেনসিলভেনিয়ায় সপ্তম সফর ছিল। তবে জুলাইয়ে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর এরিতে তার প্রথম সফর। ২০১৬ সালে ট্রাম্প এখানে জিতে গেলেও চার বছর পর বাইডেনের কাছে হেরে যান।