সাকিবের দেশে ফেরা হলো না!
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২৪ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
ঢাকার মিরপুরে আয়োজিত শেষ টেস্টে খেলতে চাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের ইচ্ছে পূরণ হচ্ছে না। বুধবার রাতে সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবার কারণে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে গেলো। ‘ইএসপিএন ক্রিকইনফো’কে সাকিব নিজেই জানালেন, দেশে আপাতত তার আর ফেরা হচ্ছে না। আলাপে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত নই এখন কোথায় যাবো কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে দেশে আমি ফিরছি না।’
এর আগে ভারত সফরে গিয়ে টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেন সাকিব। মিরপুরে আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরপর নানা পথ ঘুরে অবশেষে সাকিবের মিরপুরে খেলার সবুজ সংকেত দেয় সরকার ও বিসিবি।
তবে গত কয়েকদিন ধরে সাকিবকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে তাকে মিরপুরে খেলতে না দেওয়ার দাবি জানায় ছাত্র জনতার একটি বড় অংশ। মিরপুর স্টেডিয়ামে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। দেওয়ালে তার বিরুদ্ধে লেখা হয় নানা স্লোগান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাকিবের কুশপুত্তলিকা পোড়ানো হয়। সবমিলিয়ে তৈরি হয় ঘোলাটে পরিস্থিতি। এমন অবস্থায় সরকার থেকে আপাতত সাকিবকে দেশে ফিরতে না করা হয়েছে।
গত বিতর্কিত জাতিয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি। আন্দোলনে সমর্থন না করায় তখন থেকেই সাকিবের উপর ক্ষুব্ধ হয় ছাত্র-জনতার বিরাট অংশ।