শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওজনপার্কে রুহুল-জাহিদ পরিষদের সভা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৮ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার


 
 
রুহুল-জাহিদ  পরিষদ সিটিলাইনের (ওজনপার্ক ) লাবন্য পার্টি  হলে প্যানেল পরিচিতি সভার আয়োজন করে গত ১৪ অক্টোবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিয়ানীবাজার সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু। পরিচালনায় সহযোগীতা করেন জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তা হেলিম উদ্দিন। মঞ্চে উপবিষ্ট ছিলেন সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল,কমর উদ্দীন, সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী,  সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু, জালালাবাদ এসোসিয়েশনেরএকাংশের সভাপতি ময়নুলইসলাম, মোহাম্মদ আনোয়ারুলইসলাম, এম বাসেত রহমান, আলিমউল্লাহ, মোশাররফ হোসেন সবুজ,  জে মোল্লা সানি। পবিত্র  কুরআন তেলওয়াত ও  দোয়া পরিচালনা করেন মৌলানা সায়ফুল আলম সিদ্দিকী। স্বাগতিক বক্তব্য রাখেন গৌছ উদ্দিন খান।
প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রার্থীদেও পরিচিতিঅনুষ্ঠান পরিচালনা করেন আজিজুর রহমান সাবু।পরিচিতি অনুষ্ঠান শেষে সভাপতিপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেকে অনেক কথা বলাবলি করে। তিনি এসব কথার প্রতিবাদ  কওে বলেন, কেউ আমার সম্মুখে এসে কোন কথাবলতে পারবেনা।আমি সোসাইটির জন্য সবসময় ভাল কাজ করেছি। সেক্রেটারী প্রার্থী জাহিদ  মিন্টু প্যানেলের ভবিষ্যত কর্ম পরিকল্পনায় সোসাইটির কমপ্লেক্স  নির্মাণ প্রসঙ্গে  বলেন, তার প্যানেল নির্বাচনে জয়ী হলে সবাইকে  সাথে নিয়ে সোসাইটির কমপ্লেক্স নির্মাণ  করা  হবে। তার প্যানেল বিজিতহলেও যারা বিজয়ী হবে সোসাইটির কমপ্লেক্সের জন্য তাদেরকে সহযোগিতারআশ্বাস দেন। জাহিদ  মিন্টু বলেন, রুহুল-জাহিদ পরিষদ নবীনপ্রবীণ ও মহিলাদেও সমন্বয় কওে গঠন করা হয়েছে। এই প্যানেলে সব পেশার, দক্ষ সংগঠক নিয়ে গঠিত। যারা সোসাইটির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত তাদেও প্যানেলে রাখা হয়েছে। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেনএডভোকেট আরিফুর রহমান, কাজী  ফৌজিয়া,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, আব্দুলমতিন, জালালাবাদের সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ, আল আমান মসজিদের সভাপতি কবির চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী,আব্দুল করিম, ওজনপার্কে এংকোর ট্রাভেল্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মাইনউদ্দিন পিন্টু প্রমুখ।