চট্রগ্রাম সমিতির নির্বাচন রোববার
উভয় পক্ষে টানটান উত্তেজনা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৮ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
# অসুস্থ তাহেরকে দেখতে দেয়নি-মাকসুদ
# ভিজিটিং আওয়ারের পরে রোগী দেখা যায় না-আরিফ
উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ সংগঠন চট্টগ্রাম সমিতির নির্বাচন আগামী ২০ অক্টোবর রোববার। এই নির্বাচনে লড়ছেন তাহের-আরিফ এবং মাকসুদ-মাসুদ প্যানেল। দুই প্যানেলের মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র নির্বাচন করছেন। তিনি হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। নির্বাচনে ২ হাজার ৮৯৯ জন ভোটার চারটি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চারটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র নিউইয়র্কে। বাকি দুটো কেন্দ্র হচ্ছে ফিলাডেলফিয়ার মদিনা মসজিদ ও কানেকটিকাটের স্ট্যামফোর্ডে।
নিউইয়র্কের দুটো কেন্দ্রের মধ্যে একটি ব্রুকলিনের পিএস ১৭৯ স্কুলের অডিটোরিয়াম, আরেকটি কেন্দ্র জ্যামাইকার ইকরা সেন্টারে। নির্বাচন কমিশনার সাহাবুদ্দিন সাগর প্রতিবেদককে বলেন, ভোট গ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে। তা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতেই বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সদস্য শাহাব উদ্দিন সাগর জানান, ভোট গ্রহণ করা হবে মেশিনে। তবে নো আইডি নো ভোট-এটা সবাইকে মানতে হবে। তিনি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনে সভার সহযোগিতা কামনা করেন।
এ নির্বাচন ঘিরে প্রবাসী চট্রগ্রামবাসীর মধ্যে উৎসাহ বিরাজ করছে। প্রার্থী ও সর্মথকদের মধ্যে রয়েছে উত্তেজনা। একে অপরের বিরুদ্ধে আক্রমন ও পাল্টা আক্রমনের বাক্যবানে ভোটাররা কিছুটা শংকিতও। ইতোমধ্যে সভাপতি পদপ্রার্থী আবুতাহের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে সভাপতি পদপ্রার্থী মাকসুদ চৌধুরী আজকালকে বলেন, নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ। প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী অসুস্থ আবু তাহেরের ব্যাপাওে দৃষ্টি আকষণ করলে তিনি বলেন, দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিওে আসুক। আমি হাসপাতালে তাকে দেখতে পেনসিলভেনিয়ায় গিয়েছিলাম। দেখতে দেয়া হয়নি। এমনকি ভিজিটর এলাকায় যেতে দেয়নি। এটা দুঃখজনক।
তাহের-আরিফ প্যানেলের সাধারন সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম আজকালকে বলেন, আমরা ১৯টি পদেই জয়লাভ করবো ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে আরিফ বলেন, তাহের ভাইয়ের অসুস্থতা নিয়ে মাকসুদ চৌধুরী মিথ্যাচার করছেন। তিনি তাহের ভাইকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ‘ভিজিটিং আওয়ারের পর’। তাহের ভাইয়ের স্ত্রী জানিয়েছেন, তারা গিয়েছিলেন রাত ৭টায়। তখন কোন দর্শনার্থী এলাউ ছিল না। এটা নিয়ে ইস্যু তৈরির চেষ্টা ভাল না।