মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (২৩ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। খবর বাসসের।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ড. ইউনূস ও হেলেন লাফেভ। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকে আলোচনাকে মূল বিষয় ধরে এ আলোচনা হয়।

হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানান, তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ সম্পর্কে মার্কিন এই কর্মকর্তাকে জানান।

তিনি বলেন, ৬টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারা অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবেন।