মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গভবনের সামনে বিক্ষোভ

সংঘর্ষে আহত ২৫ পুলিশ, মামলা হয়নি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪১ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভের ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, আহত পুলিশ সদস্যের মধ্যে ৯ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। তবে বাহিনী কিংবা ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হয়নি।

বুধবার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। তারা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে মঙ্গলবার আন্দোলনকারীরা অবস্থান নেন। সন্ধ্যার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে দায়িত্বরত পুলিশের বেশির ভাগ সদস্যই ইটপাটকেল ও মারধরের শিকার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। সেই সময় পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার  চেষ্টা করে। এ সময় অন্তত তিনজন আন্দোলনকারী আহত হন। এক পর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে।

মতিঝিল থানার ওসি মহিউল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওপর থেকে মামলার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। এদিকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উত্তেজনার পর বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।