বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার

 
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে পুরনো কমিটির নেতৃবৃন্দ তাদের দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করেন।

এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন পুরনো কমিটির নেতৃবৃন্দ। অন্যদিকে পুরনো কমিটির নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম সহ নতুন ও পুরনো কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


গত ২১ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পুনরায় মাহবুবুর রহমান মাসুম সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাসানুজ্জামান ভূইয়া শামীম। এছাড়া সহ-সভাপতি পদে আনিসুর রহমান আনিস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রণব কৃষ্ণ রায় নির্বাচিত হয়েছেন। তবে বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম জীবন ও কোষাধ্যক্ষ পদে আহসান সাদিক নির্বাচিত হয়েছেন। কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, খন্দকার শাহ আলম, আবু সাউদ মাসুদ, শরীফ উদ্দিন সবুজ, রফিকুল ইসলাম রফিক ও আফজাল হোসেন পন্টি। এই কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।