মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এল ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৯ এএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি দুই সপ্তাহের কম সময়। ভোটারদের নিজের দিকে টানতে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এমনই সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এল সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপ। তাতে দেখা গেছে, দেশব্যাপী জনপ্রিয়তায় ডেমোক্র্যাট প্রার্থী কমলার চেয়ে এগিয়ে আছেন তিনি।

গতকাল বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের ওই জরিপ প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, দেশব্যাপী ৪৭ শতাংশ জনসমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। এর আগে গত আগস্টে আরেকটি জরিপ করেছিল সংবাদমাধ্যমটি। সে সময় ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা।

১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৫০০ জন ভোটারকে নিয়ে জরিপটি চালিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। জরিপে দেশব্যাপী জনসমর্থন ছাড়া শুধু দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও এগিয়ে আছেন ট্রাম্প। এমন প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ট্রাম্প পেয়েছেন ৪৯ শতাংশ সমর্থন। অপর দিকে কমলা পেয়েছেন ৪৬ শতাংশ।

জরিপে দেখা গেছে, গত আগস্ট থেকে কমলার দৃষ্টিভঙ্গি আরও নেতিবাচক হয়েছে বলে মনে করছেন মার্কিন ভোটাররা। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার গ্রহণযোগ্যতাও কমে ৫৪ শতাংশ থেকে ৪২ শতাংশ হয়েছে। অপর দিকে ভোটারদের কাছে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের কর্মকাণ্ডের গ্রহণযোগ্যতা বেড়ে ৪৮ থেকে ৫২ শতাংশ হয়েছে।

এর আগে ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত করা ফক্স নিউজের একটি জরিপে কমলার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে গত দুই সপ্তাহে রয়টার্স /ইপসোস, সিবিএস নিউজ, ইউএসএ টুডের করা জরিপে ট্রাম্পের চেয়ে কমলাকে সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের নিয়ে করা এসব জরিপ ফলাফল সম্পর্কে বড় ধারণা দেয়। ফলাফলে বড় ভূমিকা রাখে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোও। ২০২০ সালের নির্বাচনে এমন সাত অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। বিভিন্ন জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে কমলা ও ট্রাম্পের মধ্যে এসব অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।