নির্বাচন ঘিরে ট্রাম্প-কমালা বাকযুদ্ধ
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৩ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
তিনি মানসিক ‘ভারসাম্যহীন ফ্যাসিস্ট’ : কমালা * টিভিতে তাঁর ‘ব্যাঙ্গাত্মক অভিনয়’ অসহ্য : ট্রাম্প- ইনসার্ট
প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকী- ৫ নভেম্বর ২০২৪। আগাম ভোট দেওয়া যাবে ২৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। শেষ সময়ে এসেও পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে ডনাল্ড ট্রাম্প আর কমালা হ্যারিসের মধ্যে। সিএনএন টেলিভিশন শোতে কমালা হ্যারিস ডনাল্ড ট্রাম্পকে জার্মানির হিটলারের সঙ্গে তুলনা করে বলেছেন, তিনি একজন ফ্যাসিস্ট, ভারসাম্যহীন ব্যক্তি। তা আমি বিশ্বাস করি। এই বক্তব্যের পর ডনাল ট্রাম্প রেডিও শোতে গতকাল বৃহস্পতিবার কমালা হ্যারিসের টেলিভিশন বক্তব্যকে ‘ব্যাঙ্গাত্মক অভিনয়’ অসহ্য বলে মন্তব্য করেছেন।
সিএনএন টাউন হল শো’তে প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস বুধবার রাতে যুক্তি উপস্থাপন করে দেখিয়েছেন যে, রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প একজন ‘অস্থিতিশীল’ এবং দায়িত্ব পালনে ‘অযোগ্য’ ব্যক্তি। প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সপ্তাহগুলিতে ডেমোক্র্যটিক প্রার্থীর বার্তা হলো- ট্রাম্প দেশের মূল নীতিগুলির জন্য হুমকি। ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস সাধারণত তার ধর্ম নিয়ে আলোচনা করেন না, তবে তিনি টাউন হল শো’র সময় আরও মত প্রকাশ করেছেন।
কমালা হ্যারিস বলেন, ট্রাম্প দ্বিতীয় অ্যাডলফ হিটলারের প্রশংসা করে আগামীতে আসতে চান। বক্তব্য দানকালে ডনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলেও মন্তব্য করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। তিনি বলেন, আমি বিশ্বাস করি ডনাল্ড ট্রাম্প একজন ‘ফ্যাসিস্ট’। ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলিকে উদ্ধৃত করে এদিন কমালা হ্যারিস ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ ও ‘অস্থির’ ব্যক্তি বলেও কঠোর মন্তব্য করেন।
কলামা হ্যারিস বলেন, ডনাল্ড ট্রাম্প অনিয়ন্ত্রিত ক্ষমতার জন্য যা খুশি তাই করছেন। তিনি অ্যাডলফ হিটলারের মতো একটি সেনাবাহিনী চান, যারা তাঁর প্রতি সব সময় অনুগত থাকবে, আমাদের সংবিধানের প্রতি নয়। তিনি অস্থির, অস্থির, এবং দ্বিতীয় মেয়াদে তাঁর সবচেয়ে খারাপ ইচ্ছাগুলি পালনে বাধা দেওয়ার মতো কেউ আর তখন সামনে থাকবে না।