ট্যাক্স রিলিফ পাচ্ছে ৩০ লাখ নিউইয়র্কার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৬ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
তিন মিলিয়নের বেশি নিউইয়র্কের স্টেট বাসিন্দাকে ২ বিলয়ন ডলারের বেশি ট্যাক্স রিলিফ দিচ্ছে নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল সম্প্রতি নিউ ইয়র্ক স্টেটের প্রায় ত্রিশ লাখ নিউ ইয়র্কবাসীকে ২.৩ বিলিয়ন ডলার ট্যাক্স রিলিফের বিষটি তুলে ধরেন। গভর্নর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে হকুল বলেন, প্রায় দুই মিলিয়ন নিউইয়র্কবাসী তাদের দ্যা স্কুল ট্যাক্স রিলিফ বা ‘স্টার’ সুবিধার আওতায় এই রিলিফ পেয়েছে বা পাবে। আগামী সপ্তাহে আরও প্রায় ১ মিলিয়ন এ সুবিধার আওতায় আসবে।
হকুল বলেন, ‘ব্যাক-টু-স্কুল’ সিজনটি লাখ লাখ নিউ ইয়র্কারের জন্য ট্যাক্স রিলিফ সিজনও। জীবনযাত্রার খরচ বাড়ার প্রেক্ষাপটে স্টেটের বাসিন্দা ও তাদের পরিবারগুলিকে সাহায্য করার জন্য তাদের পকেটে আরও অর্থ ফেরত দিয়ে যাচ্ছি। এজন্য ট্যাক্স ক্রেডিট, চাইল্ড কেয়ার সহায়তা, গ্রীষ্মকালীন খাদ্য সুবিধাসহ নানা সহায়তা দেয়া হচেছ।
স্টার প্রোগ্রামের আওতায় সমগ্র নিউইয়র্ক স্টেটের নিউ ইয়র্ক স্টেটের যোগ্য বাড়ির মালিক এবং প্রবীণ নাগরিকদের সম্পত্তি কর থেকে রিলিফ দেয়া হয়। ব্যক্তির আয়, সম্পদের পরিমান, বয়স, আয়, অবস্থান এবং অন্যান্য বিষয়ের উপর এ ট্যাক্স রিলিফের পরিমাণ নির্ভর করে। তবে এটা আনুমানিক ব্যক্তিপ্রতি প্রায়। এক হাজার ডলার হয়ে থাকে। বাড়ির মালিক, যাদের আয় ৫ লাখ ডলারের কম তারা এবং ৬৫ বছরের বেশি বয়সের সিনিয়র সিটিজেনদের আয় ৯৮ হাজার ডলারের কম হলে তারা এমন সুবিধা পাবে।