স্পেনে আকস্মিক বন্যায় ৫১ জনের মৃত্যু
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার আঞ্চলিক সরকার। এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টায় দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু জায়গায় ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ভ্যালেন্সিয়া শহরের ফুটেজে দেখা গেছে, রাস্তায় কাদা পানি, দেয়াল উপড়ে পড়েছে এবং পার্ক করা গাড়িগুলো ভাসিয়ে নিয়ে গেছে।
ভ্যালেন্সিয়ার আঞ্চলিক নেতা কার্লোস মাজন বুধবার সকালে সাংবাদিকদের বলেন, উদ্ধারকারী দল বন্যায় বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছাতে শুরু করেছে। বেশ কিছু মৃতদেহ পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভ্যালেন্সিয়া ও কাস্তেলোন প্রদেশের বাসিন্দাদের সড়কপথে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পুরো অক্টোবর মাসজুড়ে ভ্যালেন্সিয়া অঞ্চলে গড়ে ৭৭ মিলিমিটার (৩.০৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। ইউরোপিয়ান সিভিয়ার ওয়েদার ডাটাবেজ অনুসারে, ভ্যালেন্সিয়ার ঠিক পূর্বে চিভাতে মাত্র চার ঘণ্টার মধ্যে ৩২০ মিলিমিটার (১২.৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু সংকট চরম আবহাওয়াকে আরও ঘন ঘন এবং মারাত্মক করে তুলছে। জীবাশ্ম জ্বালানী দূষণের কারণে বিশ্ব উষ্ণ হওয়ার সাথে সাথে সবচেয়ে তীব্র বৃষ্টিপাতের ঘটনাগুলো আরও ঘন ঘন হয়ে উঠছে। উষ্ণ মহাসাগরগুলো শক্তিশালী ঝড়ের উৎস।
স্পেনের আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, পূর্ব ও দক্ষিণ স্পেনের কিছু অংশে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: সিএনএন