শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

নিউইয়র্কে মোড়ে মোড়ে বাড়ানো হচ্ছে ‘রেডলাইট ক্যামেরা’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৩০ এএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

কর্মসূচি অনুমোদন গভর্নর ক্যাথি হোকুলের


নিউইয়র্ক রাজ্যের বেশ কয়েকটি নগরীতে লালবাতি ক্যামেরা কর্মসূচি সম্প্রসারণ করতে এবং হাডসন ভ্যালিতে নতুন লালবাতি ক্যামেরা কর্মসূচি চালু করার বিলে সই করেছেন গভর্নর ক্যাথি হোকুল।যেসব এলাকায় কর্মসূচিটি সম্প্রসারিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে : দি সিটি অব হোয়াইট প্লেইনস, দি সিটি অব আলবানি, নাসাউ কাউন্টি, দি সিটি অব মাউন্ট ভারনন, দি সিটি অব নিউ রচেল।

গ্রিনবার্গ শহর সম্পূর্ণ নতুন কর্মসূচি পেলেও নিউইয়র্ক সিটির কর্মসূচিটি আসলে সম্প্রসারণ। ২০২৭ সাল পর্যন্ত এই নগরীতে সর্বোচ্চ সংখ্যক মোড়ে লালবাতির সংখ্যা বাড়িয়ে ১৫০ থেকে ৬০০ করা হবে।
গভর্নর হোকুল এক বিবৃতিতে বলেছেন, নিউইয়র্কবাসীদের সুরক্ষা আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। আমরা জানি, লালবাতি ক্যামেরা কর্মসূচিটি বিপজ্জনক চালকদের হাত থেকে নিউ ইয়র্কের অধিবাসীদের রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করে থাকে।’
গভর্নর বলেন, ‘আজ আমি নিউইয়র্কজুড়ে কর্মসূচিটির আওতা বাড়ানোর ঘোষণা দিচ্ছি।’
গভর্নর এছাড়াও বন্ধ হয়ে যাওয়া স্কুলবাসকে পাস কাটানোর জন্য জরিমানা বাড়িয়েছেন। তিনি তিন বছরের মধ্যে তৃতীয়বার অপরাধকারীর জন্য জরিমানা এক হাজার ডলার থেকে বাড়িয়ে দেড় হাজার ডলার করার কথা বলেছেন।
তিনি আরেকটি বিলে সই করেছেন। এই বিলে ভাড়া করা বাসে আট বছরের চেয়ে বেশি বয়সী সকল আরোহীর জন্য সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করেছেন।