শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

 যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) এই ভূমিকম্পটি হয়। তবে এটির প্রভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ভূমিকম্পটি সংঘটিত হয়। যেটির মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ০।

ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।

ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা বলেছে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।