সিবিএস’র বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩১ এএম, ২ নভেম্বর ২০২৪ শনিবার
প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র তিনদিন বাকী। জনপ্রিয় ‘সিবিএস নিউজ চ্যানেল’ কমালা হ্যারিসের একটি সাক্ষাৎকার সম্প্রচার করায় তাদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প। ডনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, নেটওয়ার্কটি তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সাথে সাক্ষাৎকারটি প্রতারণামূলকভাবে সম্পাদনা করেছে যাতে ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে অবৈধভাবে প্রভাবিত করা যায়।
টেক্সাসে দায়ের করা এই মামলায় সিবিএস-এর বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বেআইনি নির্বাচনের কাজ এবং বিদ্বেষপূর্ণ, প্রতারণামূলক এবং জনসাধারণকে বিভ্রান্ত, প্রতারিত ও বিভ্রান্ত করার জন্য পরিকল্পিত সংবাদ বিকৃতির মাধ্যমে ভোটারদের হস্তক্ষেপের এবং ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থীর পক্ষে বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের আইনি দল আমারিলোর একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছে। এই মামলার সিদ্ধান্তের যে কোনও আপিল লুইসিয়ানা-ভিত্তিক আপিল আদালতে যাবে যেখানে রক্ষণশীল বিচারকদের আধিপত্য রয়েছে। যারা নিয়মিতভাবে রিপাবলিকান সমর্থিত আইনি চ্যালেঞ্জের পক্ষ নিয়েছে বলে অভিযোগ।
ট্রাম্প বারবার সিবিএস-এর সম্প্রচার লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছেন। এর আগে তিনি সিএনএন এবং নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেন। যা ব্যর্থ হয়।