বস্ত্র-পাটশিল্পের উন্নয়নের জন্য সবই করব: গোলাম দস্তগীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার
বস্ত্র ও পাট শিল্প আমাদের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটশিল্প মন্ত্রণালয়ে সদ্য মন্ত্রীর দায়িত্ব পাওয়া গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি বলেন, ‘বস্ত্র ও পাটশিল্পের উন্নয়নে যা যা করার দরকার, আমি তার সবই করব।’
রোববার (৬ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে অনূভূতি প্রকাশ করতে গিয়ে সারাবাংলাকে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আশা করি, বস্ত্র ও পাটশিল্প অনেক এগিয়ে যাবে। আমি দেশের সম্পদ নিয়ে কাজ করব, দেশের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরব। আমি আমার সেরাটা দিয়ে দেশের জন্য কাজ করব।’
অনুভূতি প্রকাশ করতে গিয়ে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘আমি দীর্ঘদিন রাজপথের আন্দোলনের সঙ্গে যুক্ত। ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নিবার্চন, ৭১-এর মুক্তিযোদ্ধ, এরপর ৭৫-এর কালরাত্রি; এর সব ঘটনায় আমি জীবন বাজি রেখে লড়াই করেছি। এরপর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সব সময় কাজ করেছি।’
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘অনেক ত্যাগের পর ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। এরপর ২০০৮ সালে আবার ক্ষমতায় এলো আওয়ামী লীগ। তখন থেকে উন্নয়নের যাত্রা শুরু। ’
উন্নত দেশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে উল্লেখ করেছে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছি। এখন আমরা উন্নত দেশের যাত্রা শুরু করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুনভাবে নতুন মন্ত্রিপরিষদ গঠন করেছেন৷ আমি আশা করি, এই পরিষদের মাধ্যমে দেশ অনেক এগিয়ে যাবে।’ বাংলাদেশ শিগগিরই উন্নত বিশ্বের খাতায় নাম লেখাবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।