১৩২ বছরের রেকর্ড ভেঙে রাজকীয় ফেরা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৩ এএম, ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ নভেম্বর) সর্বশেষ প্রকাশিত ফলাফলে সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ট্রাম্প। এ জয়ের পাশাপাশি তিনি ভেঙেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৩২ বছরের রেকর্ড।
ডোনাল্ড ট্রাম্পের আগে মার্কিন রাজনীতির ইতিহাসে পরাজয়ের পর জয় পেয়েছেন একজনই, তিনি গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর ১৮৮৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেন তিনি। কিন্তু সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বেঞ্জামিন হ্যারিসনের কাছে হেরে যান ক্লিভল্যান্ড। পরে ১৮৯২ সালে আবার নির্বাচনে অংশ নেন। হ্যারিসনকে হারিয়ে আবারও হোয়াইট হাউজের ক্ষমতায় বসেন ক্লিভল্যান্ড। আমেরিকার ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট ছিলেন তিনি।
এই নজির অনুসরণ করে এবার ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন।
২০১৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী চলাকালীন ২০২০ সালে তিনি বাইডেনের কাছে পুনরায় নির্বাচনে হেরে যান। মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েকদিন পর ২০২২ সালের ১৫ নভেম্বর ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ফক্স নিউজের তথ্য অনুযায়ী, দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও জর্জিয়ায় দুর্দান্ত জয়ের পর ট্রাম্প ২৭০টি ইলেক্টোরাল ভোটের সীমা অতিক্রম করেছেন।
এ জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন।
স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রতিটি মুহূর্ত আমি আপনারদের জন্য লড়ে যাব।’ তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।