শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ মনে করে না

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার


 
 

 
শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করে আওয়ামী লীগ এক বিবৃতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে। শেখ হাসিনা কি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ?  এই প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও।
গতকাল বৃহস্পতিবার ওই ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের ‘সাবেক প্রধানমন্ত্রী’ নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের ‘সাবেক প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করে ভারত।
তিনি বলেন, আমরা আগেই বলেছি শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই। এর আগে, গত ১৮ অক্টোবরের ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনও আছেন, থাকবেন।
এদিকে, গত ২৪ অক্টোবর ভারতীয় গণমাধ্যম ‘দ্য প্রিন্ট’ শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করে সংবাদ প্রকাশ করে। সেখানে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুই মাস ধরে নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি সেইফ হাউসে বসবাস করছেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, লুটিয়েন্স বাংলো এলাকাটিতে ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো একটিতে শেখ হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে। তিনি প্রোটোকলসহ মাঝে মাঝে দিল্লির লোধি গার্ডেনে হাঁটাহাঁটি করেন। তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে চলে যান। তারপর থেকে সেখানেই তিনি রয়েছেন।