শনিবার   ০৯ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশি মালিকানাধীন হোমকেয়ারের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের মামলা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার

গর্ভাবস্থায় কর্মী চাকুরিচ্যুতির অভিযোগ

 
 
মেটারনিটি ছুটিকালীন চাকুরিচ্যুত করার অভিযোগে বাংলাহোম কেয়ার ইনক-এর বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ওলাজুমোকে কুডোয়ো। প্রতিষ্ঠানটি ও এর সিইও নাজিম উদ্দিনের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের অভিযোগে গত ১০ অক্টোবর এ মামলা করা হয়। এর বিপরীতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট।

এতে অভিযোগের বিষয়ে নোটিশ পাওয়ার ২০ দিনের মধ্যে অথবা নোটিশ জারির ৩০ দিনের মধ্যে এর জনাব দিতে হবে। অন্যথায় বিবাদীর অনপুস্থিতিইে দাবীকৃত ক্ষতিপূরণের বিষয়ে রায় দেয়া হবে।

মামলার বিবরণীতে অভিযোগ করা হয়, ওলাজুমোকে কুডোয়ো ২০২১ সাল থেকে বাংলা হোম কেয়ারে চাকুরিরত ছিল। এ সময় তিনি প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স বিভাগের দায়িত্ব পালন করে। ২০২৩ সালে সামারে কুডোয়ো প্রেগনেন্ট হলে তা তার প্রতিষ্ঠানকে জানায়। প্রেগনেন্সে পিরিয়ডেও সে কাজ চালিয়ে যায়। গত জানুয়ারিতে তিনি সন্তান জন্মদেন এবং মেটার্নিটি লিভে যায়। কিন্তু গত ৩১ মে কুডোয়ো মেটার্নিটির ছুটি শেষে অফিসে যোগ দেয়ার নাজিম উদ্দিনকে কল দেয়। কিন্তু নাজিম কল রিসিভি করেনি। পরে কুডোয়ো অফিসে কল কররে তাকে জানানো হয়, তাকে চাকুরিচুত্য করা হয়েছে। এবং তার স্থলে অপর একজনকে নিয়োগ দেয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, কুডোয়ো চাকুরিচ্যুত হয়েছেন কারণ তিনি মেটার্নিটি লিভ নিয়েছেন। যা লিঙ্গ বৈষম্য, যা নিউইয়র্কের হিউম্যান রাইটস ল’র স্পষ্ট লঙ্ঘন। বাংলা হোম কেয়ার কর্তৃক চাকুরিচ্যুতির কারণে মাতৃত্বকালীন সময়ে কুডোয়ো আর্থিক ক্ষতিজতিন আঘাত, মানসিক যন্ত্রণা ও কষ্ট, অপমান ও অসম্মানিত হয়েছেন। এছাড়া এতে তার ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অবস্থায় বাদী আইনজীবির মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের মামলা করে। এর মধ্যে অর্থিক ক্ষতিপূরণ বাবাদ দুই মিলিয়ন ডলার দাবি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শাস্তিমূলক ক্ষতি, প্রিজাজমেন্ট সুদ, অ্যাটর্নি ফিসহ তিন মিলিয়ন ডলার দাবি করা হয়েছে।