শনিবার   ০৯ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জ্যাকসন হাইটসে ট্রাম্প সর্মথকদের সংবাদ সম্মেলন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার


 
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের পর তাঁর সমর্থকদের পক্ষ থেকে ‘বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’-এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ আয়োজিত এই সংবাদ সম্মেলনে রিপাবলিকান পার্টির সমর্থকদের উপস্থিতিতে আমন্ত্রিতরা বক্তব্য রাখেন। স্থানীয় নব্বান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গত ৬ নভেম্বর সন্ধ্যায় দলের সমর্থকদের পক্ষ থেকে ট্রাম্পকে তুমুল করতালির মধ্যে অভিনন্দন জানানো হয়।
শুরুতে ‘বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’-এর সদস্য সচিব প্রিয়তোষ দেব শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা আশাবাদি ট্রাম্প সরকার আগামী দিনে মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করবে। যুদ্ধ থামাতে পারলে আজকের বিশ্বের অস্থিরতা শেষ হবে।
এ সময় কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির আলী খান পল, সিপিএ সারোয়ার চৌধুরী, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ডা. সারওয়ারুল হাসান, শাহ শদীদুল হকসহ আমন্ত্রিতরা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ট্রাম্প সরকারের পক্ষ থেকে অভিবাসিদের ইস্যু নিয়ে শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে। কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী শহীদুল হক সম্পর্কে বিস্তারিত তুলে ধরে ইঞ্জি: আবদুস সোবহান বলেন, ট্রাম্পের হাতকে শক্তিশালি করার জন্য কাউন্সিল পর্যায়ে রিপাবলিকানদের বিজয়ি করতে এখন কমিউনিটির মানুষকে এগিয়ে আসতে হবে।
ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমালা হ্যারিসকে বিপুল ভোটে হারাবার পর ট্রাম্প সমর্থকরা ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানান।