মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

‘বাংলাদেশ এসোসিয়েশন অফ সিটি হাউজিং অথোরিটি’র আত্মপ্রকাশ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার


 
নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটিতে (নাইচা) কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ৬ নভেম্বর জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামক একটি সংগঠনে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলামকে আহ্বায়ক এবং সুব্রত তালুকদারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক তমাল চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আবু কামাল, খালেদা আক্তার, দুর্জয় সাহা, আব্দুল্লাহ আল রানা, পারভিন সুলতানা।
নাইচায় বাংলাদেশী-আমেরিকানদের মধ্যে যারা ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন তারা সবাই পদাধিকারে উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে গণ্য হবেন। এই বর্তমান আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি রূপদানের লক্ষ্য কাজ করবে।