শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে মৃত্যু ৩৫০ ছুঁল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ১০ নভেম্বর ২০২৪ রোববার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৩৫০ জনে দাঁড়াল। গত এক দিনে নতুন আক্রান্ত ১ হাজার ১৩৪ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ হাজার ৫৬ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া আটজনের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এছাড়া বরিশাল বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

এক দিনে ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটিতে ৪০৯ জন, ঢাকা বিভাগে ২৪০ জন, ময়মনসিংহে ৪১ জন, চট্টগ্রামে ১৬৩ জন, খুলনায় ১১০ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে ১৩১ জন এবং সিলেট বিভাগে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৪৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২ হাজার ১৩ জন আর ২ হাজার ৪২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।