আড়াই হাজার লিটার বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৩ এএম, ১০ নভেম্বর ২০২৪ রোববার
যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক নারী আড়াই হাজারেরও লিটারের বেশি বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড গড়েছেন। অ্যালিস ওগলিট্রি নামের ওই নারীর এই দান কয়েক হাজার শিশুর পুষ্টি যোগাতে সাহায্য করেছে। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
অ্যালিসের স্বপ্ন ছিল তিনি প্রচুর সম্পদের মালিকন হবেন এবং তা দান করবেন। তবে তিন সন্তানের এই জননীর পক্ষে এটি সম্ভব ছিল না। তবে জনহিতকর স্বপ্ন পূরণের জন্য টেক্সাসের ফ্লাওয়ার মাউন্ডের ৩৬ বছর বয়সী এই নারী ভিন্ন একটি উপায় খুঁজে বের করেছিলেন। আর তা হচ্ছে, রেকর্ড পরিমাণ বুকের দুধ দেওয়া। কর্মকর্তাদের অনুমান কয়েক হাজার অকালে জন্ম নেওয়া শিশুর পুষ্টির জন্য এই দুধ যথেষ্ট।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে অ্যালিস বলেছেন, ‘আমার একটি বড় হৃদয় আছে, (কিন্তু) দিন শেষে, আমার অর্থ দেওয়ার মতো অবস্থা নেই। আমি ভাল কাজের জন্য বারবার অর্থ দিতে পারি না কারণ আমার একটি পরিবার আছে। তবে দুধ দান করা একটি উপায় ছিল।’
গিনেস সংস্থাকে অ্যালিস জানিয়েছেন, তিনি দুই হাজার ৬৪৫ দশমিক ৫৪ লিটার দুধ দান করেছেন।
গিনেসে সর্বোচ্চ দুধ দানকারী নারী হিসেবে এ নিয়ে দ্বিতীয়বার নাম উঠেছে অ্যালিসের। এর আগে ২০১৪ সালে তিনি এক হাজার ৫৬৯ দশমিক ৭৯ লিটার দুধ দান করে রেকর্ড গড়েছিলেন।
অ্যালিস জানান, অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য তিনি কখনোই ওষুধ সেবন করেননি। বরং প্রচুর তরল পান এবং স্বাস্থ্যকর খাবার খেয়েছেন তিনি।