বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিরপুরে চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী আফরোজা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১০ নভেম্বর ২০২৪ রোববার

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। রোববার ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। আজ বাদ জোহর জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান সমকালকে জানান, কল্যাণপুর হাউজিং সোসাইটিতে বাদ জোহর তার জানাজা হয়েছে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে। গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে জীবনের কাছে হার মানতে হল।

অভিনয়ের আগে চাকরি করতেন আফরোজা বেগম। ২০১৩ চাকরি ছেড়ে অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। বয়স্ক শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় নাট্যজন মামুনুর রশীদ নির্মাণ করেছিলেন ‘আনন্দ পাঠ আসর’ নামের একটি ধারাবাহিক নাটক। এটিই ছিল আফরোজার প্রথম অভিনীত নাটক। এরপর তিনি মামুনুর রশীদেরই ‘ঠ্যাটারু’ নাটকে অভিনয় করেন।

এছাড়া তারিক আনাম খান অভিনীত ‘আবার বসন্তে’ সিনেমাতেও ছিলেন আফরোজা। নাটকের পাশাপাশি ইউনেসকো, ইউনিসেফ, ইউএনডিপি ও বিবিসির তথ্যচিত্রে কাজ করেছেন।

অভিনেত্রী আফরোজা হোসেন দুই ছেলে রেখে গেছেন। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে চাকরি করছেন। ছোট ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষে এখন চাকরি করছেন।